সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
বাস-বাইকের মুখোমুখি সংঘর্ষে ১১৭ নং জাতীয় সড়কে পথ দুর্ঘটনার বলি কাকা ভাইপো।কাকা সৌভিক ঘোষ,ভাইপো রাজা ঘোষ।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানার ২ নম্বর ষষ্ঠী তলার আই হাসপাতালের কাছে জাতীয় সড়কের উপরে।কাকা সৌভিক ঘোষ ও তার ভাইপো রাজা ঘোষ বাইক করে ডায়মন্ডহারবারে আত্মীয়র বাড়ি থেকে কলকাতার দিকে ফিরছিলেন আর কলকাতা থেকে ডায়মন্ড হাবরারগামী এস ডি ১৮ রুটের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়।বিকট শব্দ হওয়ার জেরে স্থানীয়রা ছুটে আসে ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করে আমতলা গ্রামীন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুনঃ হেলমেটহীন বাইক আরোহী,দুর্ঘটনায় মৃত্যু দুই আহত এক
ঘটনাস্থলে বিষ্ণুপুর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে নিয়ে আসে এবং আজ ময়নাতদন্তের জন্য মমিনপুর পাঠাবে।ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে দেহ তুলে দেবে বিষ্ণুপুর থানার পুলিশ। পাশাপাশি ঘাতক বাসটিকে আটক করলেও চালক পলাতক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584