বার্ষিক পরীক্ষা চলাকালীনই মুর্শিদাবাদ জেলা মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে বিতর্ক তুঙ্গে

0
224

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ

বার্ষিক পরীক্ষা চলাকালীনই মুর্শিদাবাদ জেলা মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে।

২৭শে নভেম্বর লালবাগ মহকুমা মাদ্রাসা স্পোর্টস

রাজ্যের প্রায় সমস্ত উচ্চ বিদ্যালয়ের মত
সরকারি মাদ্রাসাগুলোতেও চলছে বার্ষিক পরীক্ষা( তৃতীয় সামাটিভ ইভালিউয়েশন)। আবার কোথাও মাধ্যমিক সমসতুল্য টেস্ট পরীক্ষা ক্লাস টেনের জন্য। তার মাঝেই হঠাৎ  নির্দেশ মহকুমা ক্রিড়া প্রতিযোগিতা করতে হবে। পরীক্ষা চলাকালীনই সেটা তড়িঘড়ি করতে হয় বলে মাদ্রাসা গুলোকে । কোথাও বা পরীক্ষা বাদ দিয়ে করতে হয় ,আবার বেশীরভাগ মাদ্রাসায় পরীক্ষা চলায় স্পোর্টসে অংশগ্রহণই করতে পারেনি  ছাত্র-ছাত্রীরা। যাইহোক, শেষ পর্যন্ত মুর্শিদাবাদ জেলার সব  মহকুমা  গুলোর ক্রিড়া প্রতিযোগিতা  পরীক্ষা চলাকালীনই সম্পন্ন হল । যেমন, বহরমপুর মহকুমার মাদ্রাসা গুলোর গেমস ২৭ শে নভেম্বর ও স্পোর্টস ২৯শে নভেম্বর অনুষ্ঠিত হয়।

আজ বহরমপুর স্কোয়ার ফিল্ডে জেলা মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা

আজ রবিবার, মুর্শিদাবাদ জেলা মাদ্রাসা গেমস ২০১৮ উদ্বোধন হল আজ। উপস্থিত ছিলেন জেলা সংখ্যালঘু দফতরের কর্তাব্যক্তিসহ শাসক দলের নেতৃবৃন্দ ।আজ অনুষ্ঠিত হল ফুটবল, ভলিবল, খো-খো, কাবাডির মত খেলাগুলো।

তাই প্রশ্ন উঠেছে পরীক্ষা চলাকালীন ছাত্রছাত্রীরা পড়াশোনা করে পরীক্ষা দেবে না স্পোর্টসে অংশগ্রহণ করবে। এবিষয়ে মুর্শিদাবাদ ডিআইকে ফোন করে যোগাযোগ করলে তিনি ফোন কেটে দেন।

 

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here