বাড়িতে ঝান্ডা তুলে বিজেপি পরিবার ঘোষনা

0
143

কার্ত্তিক গুহ,ঝাড়গ্রামঃ

declared bjp family by hosting flags
পতাকা উত্তোলন কর্মসূচি।নিজস্ব চিত্র

সারা ভারত বর্ষ জুড়ে বিজেপির যত কার্যকর্তা রয়েছে তাদের বাড়িতে বিজেপির পতাকা উত্তোলন করতে হবে। ‘আমার বাড়ী বিজেপির বাড়ী’ এই নামে অনুষ্ঠানটি হচ্ছে।’মেরা পরিবার ভাজপা পরিবার’ কর্মসূচীতে সমস্ত কার্যকর্তা তাদের নিজের বাড়িতে দলীয় পতাকা তুলবে।আজ ঝাড়গ্রাম এই কর্মসূচি শুরু হয়‌।

আরও পড়ুনঃ নিরাপত্তারক্ষী প্রত্যাখ্যান কংগ্রেস বিধায়কের

declared bjp family by hosting flags 2
সুখময় সৎপতি।নিজস্ব চিত্র

জানা গেছে এই কর্মসূচি চলবে আগামী ১৫ তারিখ পর্যন্ত।আজ ঝাড়গ্রাম জেলার বিজেপির জেলা সভাপতি সুখময় সৎপতি তার নিজের বাড়ীতে দলীয় পতাকা উত্তোলন করেন। সুখময় বাবু বলেন,” আমি নিজের বাড়ীতে পতাকা উত্তোলন করলাম,এরপর সমস্ত কার্যকর্তা তাদের বাড়ীতে পতাকা উত্তোলন করবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here