জিয়াগঞ্জ হত্যাকান্ডে বিউটির পরিবারের দাবি সিবিআই তদন্তের

0
143

পিয়ালী দাস, বীরভূমঃ

রামপুরহাট থানার সিউর গ্রামে শুধু এখন কান্নার শব্দ অপরাধী পুলিশের জালে তবুও থামছে না চোখের জল বিউটি পালের পরিবারের সদস্যদের। নিহত শিক্ষক বন্ধু প্রকাশ পালের শ্বশুরবাড়ির লোকের বক্তব্য মূল অভিযুক্ত উৎপল বেহেরার একার পক্ষে এত বড় অপরাধ সংঘটিত করা কোনভাবেই সম্ভব নয় আমরা অবিলম্বে এই খুনের ঘটনার তদন্ত যাতে সিবিআইকে দেওয়া হয় তার দাবি করছি গত সাতদিন ধরে একের পর এক নাটকীয় মোড় নিচ্ছিল জিয়াগঞ্জে তিন খুনের ঘটনায় অবশেষে মঙ্গলবার এই ঘটনার যবনিকা টানল মুর্শিদাবাদ জেলা পুলিশ।

Beauty Pal | newsfront.co
ফাইল চিত্র

মুর্শিদাবাদের পুলিশ সুপার শ্রী মুকেশ জানান, প্রতিহিংসা ও প্রতিশোধ মূলক আচরণ থেকেই খুন করেছে অভিযুক্ত উৎপল বেহেরা। তবে পুলিশ সুপারের শ্রী মুকেশ সাংবাদিক বৈঠকে জানান মাত্র ৫ মিনিটে তিনটি খুন পরে উৎপল আর এই পুলিশ সুপারের দেওয়া ৫ মিনিটের তত্ত্বকে কার্যত মানতে নারাজ মৃত বিউটিপারলের ভাই সাক্ষী গোপাল মন্ডল তিনি দাবি করেন মুর্শিদাবাদ জেলা পুলিশ আমাদেরকে অন্ধকারে রেখে তদন্ত করে গেছে ঘটনার পরের দিন যখন দিদির বাড়ি যাই তখন পুলিশের তরফে আমাকে জানানো হয়েছিল বাড়ির পাশে কাঁটাতার দেওয়া বেড়াতে এক টুকরো মাংস পিণ্ড লেগেছিল কিন্তু সে বিষয়ে এখনও তদন্তকারী অফিসাররা কিছুই বলছেন না তিনি আরো অভিযোগ করে বলেন মৃতদেহ উদ্ধারের সময় পুলিশ বলেছিল জামাইবাবু এবং দিদি মাটিতে পড়েছিল তাহলে বিছানার ওপর মৃতদেহগুলোকে তুললো কে এই প্রশ্নের কোন সদুত্তর অবশ্য মুর্শিদাবাদের পুলিশ সুপার দিতে পারেননি নিহত শিক্ষকের সাক্ষীগোপাল মন্ডলের দাবি প্রকৃত ঘটনা আড়াল করতে গল্প সাজিয়েছে পুলিশ আমরা অবিলম্বে সিবিআই তদন্ত চাই।

আরও পড়ুনঃ গালিগালাজ থেকেই জিয়াগঞ্জের ভয়াবহ হত্যাকাণ্ড

বিউটি পালের বাবা সুখেন মন্ডল দাবি করেন পুলিশ সুপার নিজেই জানিয়েছেন অভিযুক্ত উৎপলের আগে কোন পুলিশের খাতায় অপরাধের নজির নেই তাহলে কিভাবে একটি কুড়ি বছরের যুবক পেশাদার খুনির কায়দায় আমার মেয়ে জামাই ও নাতিকে খুন করে চলে গেল পুলিশে তদন্ত করেছে সে তদন্তের উপর আমাদের বিশ্বাস নেই আমরা কিছুদিন পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে যাব সঠিক তদন্তের দাবি জানিয়ে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here