নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
ওভারলোডিং বালি বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ গুড়গুড়িপালে।
ওভারলোডিং বালি বোঝাই গাড়ির জন্য মেদিনীপুর ধেড়ুয়া রাস্তা খানাখন্দে ভরে গিয়েছে। রাত হলে বালি গাড়ির দাপটে অন্যান্য ছোট গাড়ির যাতায়াত করা মুশকিল হয়ে পড়ে। একাধিক বার বালি বোঝাই লরির ধাক্কায় প্রাণও গেছে অনেকের। বহুবার সংশ্লিষ্ট দপ্তর থেকে শুরু করে জেলা প্রশাসন জানানো সত্ত্বেও কোন লাভ হয়নি।
দীর্ঘদিনের ক্ষোভের পর আজ মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার এনায়েতপুরে ওভারলোডিং বালি গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ফলে আটকে পড়েছে প্রায় সারিসারি বালি গাড়ি। তবে অন্যান্য গাড়ির জন্য রাস্তা ছেড়ে দিয়েছে গ্রামবাসীরা। তাদের দাবি, অবিলম্বে এই রাস্তায় ওভারলোডিং বালি বোঝাই লরি চলাচল বন্ধ করতে হবে।
আরও পড়ুনঃ কুলটি ওয়াগন কারখানা আধুনিকীকরণের প্রস্তাব
বালির চোরা কারবার বন্ধ করতে হবে। ঘটনাস্থলে যায় পুলিশ এবং ভূমি সংস্কার আধিকারিকরা। তাদের ঘিরে ও বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। পরে অবশ্য আইনানুগ যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তবে অবরোধ গ্রামবাসীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584