কমিশনের মাধ্যমে নিয়োগের দাবিতে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সংগ্ৰাম কমিটির ডেপুটেশন

0
315

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগের দাবিতে  শিক্ষক সংগঠন গুলোর যৌথ সংগঠন পশ্চিমবঙ্গ মাদ্রাসা সংগ্ৰাম কমিটি আজ মুর্শিদাবাদ শিক্ষা ভবনে অবর বিদ্যালয় পরিদর্শক শ্রীমতী পূরবী দে বিশ্বাসকে কয়েক দফা দাবী সনদ পেস করে। উপস্থিত ছিলেন এবিটিএ, এসটিএ, বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম প্রমুখ সংগঠনের  প্রতিনিধিরা।

ডেপুটেশন শেষে রাজ্য যুগ্ম সম্পাদক মোজাম্মেল সেখ বলেন “আগামী দিনে বৃহত্তর দাবী আদায়ে পঃবঃমাদ্রাসা সংগ্রাম কমিটি পথে থাকবে “। রাজ্য সভাপতি হরজ আলি সেখ বলেন “উচ্চ ন্যায়়ালয়়ের রায় মাদ্রাসা সার্ভিস কমিশনের বিপক্ষে গেলে সরকারকে অবিলম্বে অর্ডিন্যান্স জারি করে মাদ্রাসা সার্ভিস কমিশনকে পুনর্বহাল করতে হবে। “

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের সরকার পোষিত মাদ্রাসা গুলোতে এত দিন নিয়োগ করে আসছিল পঃবঃমাদ্রাসা শিক্ষক নিয়োগ আয়োগ। কিন্তু বাধ সাধে কলকাতা হাইকোর্টের এক রায়। ২০১৪সালে বিচারপতি মন্জুলা চেল্লুরের রায়ে  মাদ্রাসা সার্ভিস কমিশন অবৈধ হয়  এবং সেই সঙ্গে কর্মরত শিক্ষকদের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়ে। সেই সময় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম নামক এক অরাজনৈতিক সংগঠন। সুপ্রীম ন্যায়ালয় থেকে কলকাতা হাইকোর্টের রায়কে স্থগিতাদেশ দেওয়া হয়। দীর্ঘ শুনানির পর এখন রায় দানের  অপেক্ষা। বিচারপতি অরুন মিশ্র ও ইউ ইউ ললিতের বেঞ্চ এখন কি রায় ঘোষণা করেন সেদিকে তাকিয়ে শিক্ষামহল। 

দাবীগুলো  নিম্মরূপঃ

এক-পঃবঃ মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ করতে হবে।
দুই-জেলার উচ্চ ন্যায়ালয়ের অন্তর্বর্তীকালীন রায়ের প্রেক্ষিতে নব নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের অন্য জেলার মতো কন্ডিশনাল অ্যাপ্রুভালের বদলে পারমানেন্ট আপ্রুভাল দিতে হবে।
তিন-পঃবঃমাদ্রাসা বোর্ড গণতান্ত্রিক ভাবে পুনর্গঠন করতে হবে।
চার-অবিলম্বে Transfer on Application চালু করতে হবে।
পাঁচ- মাদ্রাসার(হাই মাদ্রাসা) নিজস্ব পাঠক্রম ব্যবস্থা চালু করতে হবে।
ছয়-স্কুলের মতো পৃথক ভাবে শিক্ষা সংক্রান্ত সমস্ত নির্দেশিকা পঃবঃমাদ্রাসা শিক্ষা পর্ষদকে দ্রুত প্রকাশ্যে আনতে হবে।
সাত-সমস্ত শিক্ষক শিক্ষন কলেজ গুলিতে মেথড বিষয় হিসাবে আরবি উর্দু কে রাখতে হবে।
আট-মাদ্রাসার সকল শূন্যপদ অবিলম্বে পূরণ করতে হবে।
নয়-কামিল ও এম এম পাশদের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসার অনুমতি দিতে হবে।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here