নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
উত্তরবঙ্গের তিনটি আসনে নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে গেছে এখন অপেক্ষা ফলাফলের।পাশাপাশি নির্বাচন কমিশনের নির্ঘন্ট অনুযায়ী ষষ্ঠদফায় (১২ মে,২০১৯) ঘাটাল লোকসভা কেন্দ্রে নির্বাচন।সেই উপলক্ষে মনোনয়ন পত্র জমা চলছে।আগামী ২৩ এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।
আজ ঘাটাল লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তৃণমূল মনোনীত প্রার্থী দিপক অধিকারী (দেব) মনোনয়ন পত্র জমা দেন।
তৃণমূলের এই তারকা প্রার্থীর মনোনয়ন জমা ঘিরে ছিল উদ্দীপনা।আজ মেদিনীপুর শহরে মিছিল করে অবশেষে জেলাশাসক অফিসে নমিনেশন জমা দিলেন তিনি।
জেলাশাসক অফিসে নমিনেশন জমা দিয়ে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী দেব বলেন,তিনি ভোটের লড়াইয়ে জিতুক বা হারুক তিনি ঘাটালবাসীর মধ্যেই থাকবেন।এই সময় প্রাক্তন আইপিএস তথা ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের সম্বন্ধে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারতী দেবীর উপর যে সব চার্জগুলি রয়েছে উনি যাতে সিআইডিকে সহযোগিতা করেন কারণ আমার থেকে উনি আইনের সম্বন্ধে বেশি বোঝেন কারণ উনি এক সময় এই জেলার পুলিশ সুপার ছিলেন।শুধু তাই নয় তিনি আরও বলেন আমার দলের কর্মী সমর্থকেরা যে ভাবে খাটছেন।শুধু আমার দলের নয়,আমি দেখতে পাচ্ছি ভারত দেবীও কম পরিশ্রম করছেন না,সবাই নিজের মতো ভাবেই প্রচার করুক।
আরও পড়ুনঃ মমতা সম্পর্কে তাঁর মোহভঙ্গ হয়েছে,নারায়নপুরে নির্বাচনী জনসভায় নরেন্দ্র মোদী
মানুষ যার ওপর আস্থা রাখবেন তাঁকেই ভোট দেবেন,ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী আরও বলেন আগামী ১২ মে নজর থাকবে ঘাটাল ভোটের ওপর।আর ২৩ মে ফল ঘোষণার দিন নজর থাকবে গোটা দেশেই। এদিন এই নমিনেশন পর্বে উপস্থিত ছিলেন জলসম্পদ উন্নয়ন মন্ত্রী ড:সৌমেন মহাপাত্র,জেলা সভাপতি অজিত মাইতি,জেলার সভাধিপতি উত্তরা সিংহ হাজরা সহ একাধিক জেলা নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584