নিজস্ব চিত্র,পশ্চিম মেদিনীপুরঃ
বিদ্যুৎ দপ্তরের এক অস্থায়ী কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর থানার তেড়িয়া গ্রামে I ঘটনার জেরে স্থানীয় ক্ষিপ্ত জনতা ব্যাপক ভাংচুর চালায় বিদ্যুৎ দপ্তরে I মৃত ব্যক্তির নাম সুমন্ত দোলুই (৩৩) I জানা গেছে, সুমন্ত দোলুই পি, কে পাত্র নামে এক ঠিকাদারের অধীনে কাজ করতো l গতকাল রাতে বিদ্যুতের লাইনের কাজ করার সময় বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত্যু হয় সুমন্তর I ঘটনার কথা জানাজানি হতেই বিদ্যুৎ দপ্তরে ভীড় জমায় অসংখ্য মানুষ I অভিযোগ, বিদ্যুতের কাজ করানোর সুমন্তর সেফটির ব্যবস্থা করেননি ঐ কন্ডাক্টর I কেন ঐ কর্মীর প্রতি কোনো সাবধানতা অবলম্বন করা হয়নি I ঘটনার পর আন্যান্য সহ কর্মীরা তার চিকিৎসার ব্যবস্থা করেননি I এই অভিযোগ তুলে ক্ষিপ্ত জনতা ব্যাপক ভাংচুর চালায় ডিসিএলের তেড়িয়ার অফিসে I
খবর পেয়ে ঘটনাস্থলে যায় আনন্দপুর থানার পুলিশ এবং বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা I এলাকাবাসীরা দাবি জানান, মৃতের পরিবারের একজনকে রোজগারের ব্যবস্থা করে দেওয়া হোক এবং ঘটনায় যুক্ত ব্যক্তিদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক প্রশাসন I পরিস্থিতি সামাল দিতে রাতেই মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পুলিশ I
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584