বনধে অন্য চিত্র কোচবিহারে, গাড়ির চালকদের মিষ্টি খাইয়ে গোলাপ দিল বনধ বিরোধীরা

0
68

মনিরুল হক, কোচবিহারঃ

আজকে বিজেপির ডাকা বাংলা বনধে অন্য চিত্র ধরা পড়ল কোচবিহারে। আজ হরিশ পাল চৌপথিতে তৃণমূল যুব কর্মীরা গোলাপ ফুল ও মিষ্টি নিয়ে দাঁড়িয়ে ছিল। এদিনের বনধে সাড়া না দিয়ে পথে নামা সরকারি বাস সহ টোটো, ছোট গাড়ির চালকদের মিষ্টি খাইয়ে এবং গোলাপফুল দিয়ে সংবর্ধনা জানায় তৃণমূল যুব কর্মীরা।

নিজস্ব চিত্র

হরিশ পাল চৌপথিতে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি তথা সাংসদ পার্থ প্রতিম রায়, কার্যকারী সহ সভাপতি সায়নদীপ গোস্বামী, ছাত্র নেতা অভিজিৎ দে ভৌমিক সহ অন্যান্য যুব কর্মীরা। ছাত্র নেতা অভিজিৎ দে ভৌমিক বলেন, “আমরা এই কর্মনাশা বনধের বিরোধিতায় গত পরশুদিন থেকে শহরে মিছিল করছি। আজকে যেসমস্ত মানুষ বনধে সাড়া না দিয়ে যারা রাস্তায় যানবাহন নামিয়েছে, সেই সব বাস মালিক ও চালকদের মিষ্টি মুখ করালাম এবং গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা দিলাম। যে সমস্ত ব্যবসায়ীরা তাদের দোকান খোলেন নি, আতঙ্কে ছিলেন, তাদের দোকান খুলে দিয়েছি আমরা। আজকে কোচবিহারে যান বাহন চলছে অফিস আদালত খোলা রয়েছে। তাই আমরা আজকে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছি। অন্যান্য দিনে অফিস আদালতে যে ভাবে কাজ কর্ম হয়, আজকেও স্বাভাবিক হচ্ছে।”

নিজস্ব চিত্র

সাংসদ পার্থ প্রতিম রায় বলেন, “আজকে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে বনধের বিরোধিতা করেছেন। রাস্তায় প্রচুর গাড়ি নেমেছে। অন্যান্য দিন মানুষ যেভাবে অফিস আদালতে যান আজকেও সেভাবে গিয়েছেন। বিজেপির কিছু গুন্ডা বাহিনী মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করার চেষ্টা করেছে। দুই একটি সরকারি বাসে ঢিল দিয়ে কাচ ভেঙে ভীতি সৃষ্টি করার চেষ্টা করেছে। পুজোর মুখে এই ধরণের বনধের বিরুদ্ধে মানুষ পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন। বনধকে ব্যর্থ করেছে।”

আরও পড়ুনঃ রিক্সায় উঠলেন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ, কটাক্ষ বিরোধীদের

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here