মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর সভাস্থল ঘুরে দেখলেন ডিআইজি সোলেমান নেশাকুমার

0
59

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

police officer | newsfront.co
সভাস্থল পরিদর্শন। নিজস্ব চিত্র

আগামী ৭ই ডিসেম্বর রাজনেতিক সভা করতে মেদিনীপুর আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওই দিন মেদিনীপুর কলেজ ময়দানে এই সভা হবে। মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে চড়ে সভায় যোগ দিতে আসবেন। এজন্য বৃহস্পতিবার দুপুরে হেলিকপ্টারের ট্রায়াল হয়। সভাস্থলের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আসেন মুখ্যমন্ত্রীর মুখ্য নিরাপত্তা উপদেষ্টা, ডিআইজি (মেদিনীপুর রেঞ্জ) ভি সোলেমান নেশাকুমার।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর জনসভার সমর্থনে কেশপুরে মিছিল তৃণমূল কংগ্রেসের

নিরাপত্তার দিকে যাতে কোনো ঘাটতি না থাকে তার জন্য পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার দীনেশ কুমারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে তিনি নির্দেশ দেন। ডিআইজি সোলেমান নেশাকুমার পুলিশ সুপার দীনেশ কুমারকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর সভাস্থল মেদিনীপুর কলেজ মাঠ ঘুরে দেখেন।

আরও পড়ুনঃ দিনহাটায় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সারা ভারত ফরওয়ার্ড ব্লকের

মুখ্যমন্ত্রীর সভা মঞ্চ তৈরির কাজ চলছে জোর কদমে। তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি, বিধায়ক দীনেন রায়, তৃণমূলের জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল সাহা, তৃণমূল যুবর জেলা সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী সহ তৃণমূলের নেতারা মেদিনীপুর কলেজ মাঠে মুখ্যমন্ত্রীর সভা মঞ্চ তৈরির কাজ মাঠে গিয়ে তদারকি করছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here