নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরনায় এবং জেলা পুলিশের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জঙ্গলমহল কাপ ও সৈকত কাপ প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল আজ।আজ মেদিনীপুর শহরের কলেজ ময়দানে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী,সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র,জেলা পুলিশ সুপার আলোক রাজোরিয়া,অতিরিক্ত পুলিশ সুপার সচিন মক্কর, বিধায়ক প্রদ্যুৎ ঘোষ,পুরপ্রধান প্রণব বসু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

গোটা জেলা জুড়ে প্রতিটি থানা এলাকায় সারা বছর ধরে চলা ক্রীড়া প্রতিযোগীতায় সফল প্রতিযোগীদের নিয়ে জেলাস্তরে প্রতিযোগীতা হয়।সেই প্রতিযোগীতায় স্থানাধিকারীদের আজ পুরস্কার প্রদান করা হয়। একই সাথে এখান থেকে রাজ্য স্তরের প্রতিযোগীতায় অংশগ্রহণ করার জন্য নির্বাচিত করা হবে বলে জানা গেছে।
আরও পড়ুনঃ প্রান্তিক রুক্ষ মাটিতে ফলছে সোনা

পাশাপাশি আজ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের সহায়তায় পুলিশ লাইন মাঠে পুলিশ ও তাদের পরিবারের দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন ডি আই জি মেদিনীপুর রেঞ্জ ডি পি সিং,পুলিশ সুপার আলোক রাজরিয়া সহ অন্যান্য আধিকারিকবৃন্দ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584