সুদীপ পাল,বর্ধমানঃ
আজ দ্বিতীয় বার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে প্রধানমন্ত্রী পদে আসীন হবেন।এই ঘটনাকে স্মরণীয় করে রাখতে বিজেপি নেতা কর্মীরা চেষ্টার কোনো ত্রুটিই রাখছেন না। তৈরি করছেন লাড্ডু।
আউশগ্রাম ২ ব্লকের ভেদিয়ার বিলসণ্ডা গ্রামের বিজেপি কর্মীরা তৈরী করলেন প্রায় ২ কুইন্টাল তথা ৪৫০০ লাড্ডু। আজ সকাল থেকেই ভেদিয়া অঞ্চলে বিলি করা হচ্ছে এই লাড্ডু।নেতা আশীষ বিশ্বাস এবং দেবদাস মণ্ডল সাধারণ মানুষকে ধন্যবাদ জানাচ্ছেন যে সাধারণ মানুষ ভোট দেওয়াতেই তারা জয়লাভ করেছেন।
আরও পড়ুনঃ মোদীর শপথে আমন্ত্রিত জঙ্গলমহলের নিহত বিজেপি কর্মীর পরিবার
সাধারণ মানুষরা যদি পাশে না থাকতো তাহলে এই জয় আসতো না। সাড়ে চার হাজার থেকে প্রায় ৫ হাজার লাড্ডু তৈরী করা হয়েছে। পূর্ব বর্ধমানর সদর ১ ব্লকের ক্ষেতিয়া অঞ্চলে প্রায় ৮০টি পরিবারের হাতে তুলে দেওয়া চাল এবং ডালের জন্য অর্থ। বিজেপির জেলা সাধারণ সম্পাদক প্রবাল রায় বলেন, নরেন্দ্র মোদী দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন। কোন কেউ অভুক্ত না থাকে তার খাদ্যের সংস্থান করা। সেই উদ্দেশ্যেই এই আয়োজন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584