নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
কুকুরের কামড়ে ঘায়েল হনুমান ধরতে নাস্তানাবুদ বনদফতর। দুদিনের চেষ্টার পরেও বাগে আনা গেল না আহত হনুমানকে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের ভাটপাড়া গ্রামের।
প্রসঙ্গত বৃহস্পতিবার দুপুরে কুকুরের কামড়ে আহত হয় এক পূর্ণবয়স্ক হনুমান। রক্তাক্ত অবস্থাতেই এক ডাল থেকে আরেক ডালে ঘুরে বেড়াচ্ছে, খবর পেয়ে বৃহস্পতিবার বনদফতরের আধিকারিকেরা প্রথম দফায় হনুমানকে ধরার চেষ্টা করলেও পর্যাপ্ত পরিকাঠামো না থাকায় খালি হাতে ফিরে যেতে হয় তাদের।
আরও পড়ুনঃ শিবরাত্রি উপলক্ষে মেলা জটেশ্বরে
পরে ফের শুক্রবার সকাল থেকেই হনুমান ধরার কাজে নেমে পড়ে চন্দ্রকোনার ধামকুড়িয়া বিট হাউসের বনকর্মীরা। বেলা পর্যন্ত আহত হনুমানের নাগাল না পেয়ে সুলতান নগর বিট হাউসের বনকর্মীরাও যোগ দেয় হনুমান ধরার কাজে।
দফায় দফায় কলার সাথে ঘুমের ওষুধ খাইয়েও কাবু করা গেলনা হনুমানটিকে। দু একবার জাল ফেলে ধরার চেষ্টা হলেও জাল ছিঁড়ে বেরিয়ে যায় ক্ষিপ্ত হনুমানটি।
বনদফতরের ভূমিকা নিয়ে রীতিমতো ক্ষোভ দেখা দিয়েছে সাধারণ গ্রামবাসীদের মধ্যে। ক্ষতবিক্ষত হনুমানটি যেকোনো মুহূর্তেই ঢলে পড়তে পারে মৃত্যুর কোলে। আর সে কারণে অবিলম্বে হনুমানটিকে ধরে শুশ্রূষার দাবি জানিয়েছে স্থানীয়রা। আহত হনুমানকে বাগে আনতে আর ঠিক কতটা সময় লাগে সেটাই এখন দেখার বিষয়!
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584