নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
ভেজাল মেশানোর খবর পেয়ে এবার আচমকাই তেলের মিলে হানা দিল এনফোর্সমেন্ট বিভাগ। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের তরঙ্গপুর বড়াল এলাকায়। ভেজাল তেল তৈরির অভিযোগে প্রচুর তেলের টিন আটক করে মিলটিকে সিল করে দিয়েছে এনফোর্সমেন্ট বিভাগ। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৩ জনকে আটক করেছে।

এদিন স্থানীয় থানার সহযোগিতায় কালিয়াগঞ্জ শহর লাগোয়া বড়ালের একটি মিলে অভিযান চালান গোয়েন্দারা। অভিযান চালিয়ে মিল থেকে ২৫১ টিন ভেজাল সরষের তেল বাজেয়াপ্ত করে কালিয়াগঞ্জ থানার পুলিশ। পাশাপাশি নানা নামী ব্র্যান্ডের তেলের বোতল উদ্ধার করে পুলিশ। তাতেই ভেজাল মেশানোর সন্দেহ আরও দৃঢ় হয়েছে। এনফোর্সমেন্ট শাখার অভিযোগের ভিত্তিতে কালিয়াগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুনঃ স্যানিটাইজ করতে গিয়ে বিক্ষোভের মুখে দমকল বাহিনী
বাজেয়াপ্ত করা সরষের তেল ভেজাল কিনা, তা জানার জন্য নমুনা সরকারি ল্যাবরেটরিতে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। কম দামী তুষের তেলে একধরনের ঝাঁঝালো রাসায়নিক মিশিয়ে তা খাঁটি সরষের তেল বলে বাজারে বিক্রির একটি চক্র ফের সক্রিয় হয়ে উঠেছে কালিয়াগঞ্জে। বড় পরিমাণে সরষের তেল উৎপাদনের জন্য দেশের দ্বিতীয় কানপুর নামে খ্যাত উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ। এই শহর ও গ্রামীন এলাকায় এখনও শতাধিক সরষের তেল মিল চালু আছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584