সম্প্রীতির মেলবন্ধনে মহিলাদের উদ্যোগে দুর্গাপুজো

0
90

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

এক অন্যরকম দুর্গাপূজা পুজো।চাঁদা কাটা থেকে শুরু করে বাজার পর্যন্ত মন্ডপের সম্পূর্ণ ভার কাঁধে তুলে নিলেন হিন্দু মুসলিম মহিলারা।পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত মেচেদা শান্তিপুর গ্রামের মহিলা পরিচালিত সার্বজনীন দুর্গা পুজো কমিটির অভিনব উদ্যোগ।

নিজস্ব চিত্র

বাড়ি রান্না বান্না সেরে সংসার গুছিয়ে সংসারের যাতাকল ছেড়ে ছেলেদের মত মেয়েরাও পাড়ার পুজোয় মেতে উঠেছেন।মেচেদা শান্তিপুর গ্রামের দুর্গা পুজো কমিটি।এখানে কোন ছেলে উদ্যোক্তা নেই ,আছে শুধুই মেয়ে।মেয়েরাই প্যান্ডেল ঠাকুর অর্ডার দেওয়া থেকে ব্রাহ্মণ বিদায় পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব মেয়েদেরই।এখানে বিশেষ চমক পুজোর উদ্যোক্তারা শুধু হিন্দুদের মেয়েরা নয় এখানে মুসলিম মেয়েরা মিলিয়ে হাতে হাত রেখে দুর্গতিনাশিনীর পুজোর চাঁদ কাটা থেকে শুরু করে যাবতীয় কাজ সমানভাবে করে চলেছে মহিলা দুর্গাপুজো কমিটি।ক্লাবের সম্পাদক কৃষ্ণা সামন্ত রায় বলেন পুজোর বাজেট প্রায় 3 লক্ষের বেশি। রয়েছে অনেক আয়োজন অনুষ্ঠান। রক্তদান শিবির ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে মহিলা পরিচালিত দূর্গা পূজা কমিটির শারদ উৎসব।

মেয়েরাও যে পারে এই পূজা আয়োজন করে প্রমাণ করে দিয়েছে মেচেদা শান্তিপুর মহিলা দূর্গা পূজা কমিটি।

আরও পড়ুনঃ সাবেকী পুজোর অভিনবত্ব সাহা বাড়িতে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here