নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
আজ দীর্ঘ ১৩ কিমি পদযাত্রার পর জলঙ্গীর ভাদুরিয়ায় এক সভার আয়োজন করে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। এদিনের এই সভার মূল বক্তা ছিলেন সায়নদীপ মিত্র। মঞ্চে উপবিষ্ট ছিলেন সংগঠনের জেলা সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা সহ জেলা নেতৃত্বরা।
এই জলঙ্গী বিধানসভারই বিধায়ক আব্দুর রাজ্জাক এককালে বামেদের টিকিটে জয় লাভ করলেও পরবর্তীতে যোগদেন তৃণমূলে। এদিন সায়নদীপ বলেন, “মুর্শিদাবাদের মাটি বিশ্বাসঘাতক মীরজাফরদের কে পদ্মার জলে বিসর্জন দেবে।” জলঙ্গীর ২৮১ টি বুথেই বামকর্মীদের লড়াই করার আহ্বান জানান এই যুব নেতা।
আরও পড়ুনঃ ভাষণে দলে দিলীপের অবদান নিয়ে ‘স্পিকটি নট’ মুকুলের, বাড়ছে রাজনৈতিক জল্পনা
আরও পড়ুনঃ বিজেপির সাংসদ নিশীথ প্রামানিক অস্ত্রের ডিলার! বিস্ফোরক মন্তব্য মন্ত্রী রবীন্দ্রনাথের
শ্বেতপতাকা মোড়া দলীয় কর্মীদেরদের দেখে উজ্জীবিত হন সায়নদীপ। সভার শেষে তিনি বলেন “আমাদের সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে। প্রয়োজন হলে এক নদী রক্ত দেব! হোক না পথের বাধা প্রস্তর শক্ত।”
কৃষি বিল প্রত্যাহার, কর্মসংস্থান, বেকারদের কাজের দাবিতে, দুর্নীতি মুক্ত জলঙ্গী গড়তে এদিনের এই পদযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়। মিছিল ঘিরে কর্মী সমর্থক দের উৎসাহও ছিল চোখে পড়ার মতো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584