নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
করোনার দাপটে আজ বিপর্যস্ত জনজীবন। সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যাও। তার সাথে ভেঙে পড়েছে অর্থনৈতিক ব্যবস্থা। পাল্লা দিয়ে বেড়েছে বেকারত্ব, কাজ হারিয়েছেন অনেকেই। এই মহামারি প্রতিরোধে সচেতনতার পাশাপাশি সরকার শুরু করেছে ভ্যাকসিনেশন প্রক্রিয়া।
আর তার মধ্যেই ভ্যাকসিন নিয়ে উঠছে দুর্নীতির অভিযোগ। তাই সমস্ত মানুষকে বিনামূল্যে ভ্যাকসিনের দাবিতে মুর্শিদাবাদ সিএমওএইচের অফিসে ডেপুটেশন দিলেন ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশনের মুর্শিদাবাদ জেলা কমিটি।
আজ ১০০ জন ডিওয়াইএফআই কর্মীগণ করোনা বিধি মেনে ডেপুটেশন জমা দিলেন। আজকের এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই জেলা সভাপতি আনোয়ার সাদাদ এবং জেলা সেক্রেটারি ধ্রুবজ্যোতি সাহাও।
আরও পড়ুনঃ কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তৃনমূলের বিক্ষোভ মিছিল বহরমপুরে
জেলা সভাপতি জানান, “আমরা চাই করোনার তৃতীয় ঢেউ আসার আগেই সমস্ত মানুষ ভ্যাকসিন পান আর সেজন্য ভ্যাকসিন নিয়ে দুর্নীতি বন্ধ করতে হবে। বন্ধ করতে হবে ভ্যাকসিন নিয়ে সাধারণ মানুষের হয়রানি। করোনা পরিস্থিতিতে রেড ভলান্টিয়াররা যেভাবে মানুষের পাশে আছে সেইভাবে থাকবে সাধারণ মানুষের পরিষেবায়। অবস্থার পরিবর্তন না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামবে বলেও জানান তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584