মিথ্যা খবর(Fake NEWS) : “৯/১১ আমরাই করেছি”

0
639

আনিসুর রহমানঃ

‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’-ধ্বংস করে আল্ কায়দা-এটাই সারা বিশ্ব জানে। এর বিরোধী মতবাদও আছে। বিশ্বের অনেক বড় বড় মানুষ, সংবাদ সংস্থাও দাবি করে যে এই কাজ আমেরিকারই।  ব‍্যাপারটি এখন অনেকটাই স্তিমিত ও প্রথম মতটিই বেশি প্রতিষ্ঠিত।

কিন্তু  কয়েক দিন আগে ইয়োর নিউজ ওয়াইয়ার ডট কম (yournewswire.com) দাবি করে যে  ম্যালকম হাবার্ট নামের প্রাক্তন  সি. আই. এ. এজেন্ট  স্বীকার করছেন যে ৯/১১ এর ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস ছিল  আমেরিকার নিজস্ব পরিকল্পনা।  খবরটি বিভিন্ন সোসাল মিডিয়া সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং কিছু অনলাইন নিউজ পোর্টালেও ভাইরাল হয়েছে।কিন্তু যাচাই করে দেখা যাচ্ছে যে খবরটি পুরো মিথ্যা।

fake news
ছবিঃ-কলম পত্রিকা (Samaullah Mallick এর ফেসবুক ওয়াল থেকে)

এই সব ওয়েবসাইটগুলো তৈরী করা হয় বিতর্ক সৃষ্টি করতে। যখনই বিতর্কিত বা মিথ্যা কিছু খবর কোন নিউজ চ‍্যানেল বা কোন ওয়েবসাইটে পোস্ট করা হয় তখন মানুষ, বিশেষ করে যাদের স্বার্থ জড়িয়ে থাকে বা যাদের কাছে খবরটি প্রিয় তারা খবর টি দ্রুত ছড়িয়ে দেয়। কিছু শ্রেণীর মানুষের কাছেও খবরটি খুব জনপ্রিয় হয়। তাতে ওয়েবসাইটটা খুব দ্রুত জনপ্রিয় হয় এবং খবর ও ওয়েবসাইটটাও ভাইরাল (viral )হয়। এতে ওয়েবসাইটটারও লাভ হয়। সেই সঙ্গে বিজ্ঞাপন(advertisement) থেকে উপার্জনও হয়।

আর সেইরকমই  উপরের খবরটিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । কিন্তু আমারা যদি খবরটা  ভাল করে  লক্ষ করি তাহলে সহজেই বলে দেওয়া যাবে যে ঐ খবর টি ভুয়ো খবর।  snopes.com( a fact checking site) সুত্রে বলা হয়েছে যে ম্যালকম হাবার্ট নামে কোনও সি. আই.এ. এজেন্টই ছিলেন না – স্বীকারোক্তিটি কোথায়, কখন এবং কার সামনে নেওয়া হয়েছিল? প্রশ্ন উঠছে  এই  স্বীকারোক্তি সমন্ধে  কোন মিডিয়া খবর পেলনা। শুধুমাত্র ইয়োর নিউজ ওয়াইয়ার ডট কম (yournewswire.com) পেল? এর কোন সদুত্তর ইয়োর নিউজ ওয়াইয়ার ডট কম (yournewswire.com) দিতে পারেনি। তাছাড়া  ইয়োর নিউজ ওয়াইয়ার ডট কম (yournewswire.com)নিউজ- এর আগেও ফেক নিউজ প্রকাশিত করেছে। তাই ওদের নিউজের উৎস সমন্ধে অনেক সন্দেহ থেকেই যায়।

neonnettle
ছবি:- veteranstoday.com থেকে নেওয়া।

কিছু দিন আগে ইয়োর নিউজ ওয়াইয়ার ডট কম (yournewswire.com) এরকমই একটি ভুয়ো খবর পোস্ট করেছিল Princess Diana এর মৃত্যু নিয়ে।

তাই ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’-কে ধ্বংস করেছে? – এ ব‍্যাপারে সন্দেহ থাকলেও  উপরোক্ত  কল্পিত সি.আই.এ. এজেন্টের  স্বীকারোক্তির খবরটি সম্পূর্ণ মিথ্যা।

খবরটি যে মিথ্যা- সেটা জানার জন্য নিচের সোর্স লিঙ্কে ক্লিক করুন।

সোর্স লিঙ্ক

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here