নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আবারও হাতির অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন মাদারিহাট বীরপাড়া ব্লকের সাধারন মানুষ। বিশেষ করে চা বাগান এলাকা গুলিতে হাতি আর চিতার দাপটে নাজেহাল বাগান শ্রমিকরা।সন্ধ্যের আগেই কাজ কর্ম ফেলে পরিবার নিয়ে ঘরে ঢুকে পরতে হয়। তবুও হাতির হাত থেকে নিস্তার নেই। হাতির আক্রমনে প্রায়ই ক্ষতিগ্রস্থ হচ্ছে শ্রমিকরা। অথচ বনদপ্তর উদাসীন বলে আভিযোগ।
ফের রবিবার রাতে হাতি হানা দিয়ে তছনছ করলো ব্লকের দীর্ঘদিন বন্ধ থাকা ঢেকলা পাড়া চা বাগানের ৬ টি শ্রমিক আবাস। শ্রমিকদের দাবি গত এক সপ্তাহে ডেকলাপাড়া নেপানিয়া ডিভিশনে প্রায় ৩০ টি ঘর ভেঙ্গেছে হাতির দল ।
আরও পড়ুনঃ মেয়ে-জামাইয়ের বাড়ি থেকে ফেরার পথে ডাম্পারের ধাক্কায় শ্বশুরের মৃত্যু
ক্ষতিগ্রস্তরা জানান,”গতকাল রাতে একটি হাতি হামলা চলিয়ে ৬ টি ঘর ভেঙ্গে দেয়। বনদপ্তর কে খবর দেওয়া হলে তারা কোন প্রকার সহযোগিতা করেননি । বাগানটি দীর্ঘ দিন ধরে বন্ধ হয়ে আছে। অতি কষ্টে দিন চলে। ফলে ঘর মেরামতের তাদের সাধ্য নেই। ক্ষতিগ্রস্তরা উপযুক্ত ক্ষতি পূরণের দাবি জানান।”
বনদপ্তরের জলপাইগুড়ি ডিভিশনের দলগাঁওয়ের রেঞ্জ সূত্রে খবর, ‘ক্ষতিগ্রস্তরা আবেদন করলে সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়া ব্যাবস্থা করা হবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584