নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:
আলিপুরদুয়ারের বেশ কয়েকটি গ্রাম এখন হাতির তান্ডবের শিকার। ছোট চৌকিরবস গ্রামে হাতির তান্ডব এড়াতে ৮ কিলোমিটার বৈদ্যুতিন ফেন্স দিয়ে সেই সমস্যা কিছুটা দূর করা গেলেও অন্যান্য ব্লকগুলি এই জ্বালা থেকে এখনও রেহাই পায়নি।
সম্প্রতি ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের শ্রমিক মহল্লা হাতির তান্ডব রুখতে ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন। বৃহস্পতিবার গভীর রাতে ওই চা বাগানের বড় লাইনে হানা দেয় একটি বুনো হাতি। প্রায় প্রতি রাতে জঙ্গল থেকে বুনো হাতির দল এলাকায় ঢুকে তাণ্ডব চালায় বলে অভিযোগ এলাকাবাসীর।
আরও পড়ুনঃ হাতি রোধে ৮ কিলোমিটার এলাকা জুড়ে বসল ফেন্স
বৃহস্পতিবার রাতে সবার অলক্ষ্যে একটি বিশাল বুনো হাতি এলাকায় ঢুকে তাণ্ডব শুরু করে। প্রায় ঘন্টা খানেক চলে এই তান্ডব। শ্রমিক মহল্লার তিনটি পৃথক শ্রমিক আবাসে ঢুকে হেস্তনেস্ত শুরু করে ওই হাতিটি। তবে হাতির হানায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। সুত্রের খবর অনুযায়ী, তিনটি পৃথক ঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় মাথায় হাত পড়েছে ওই চা বাগান শ্রমিকের।
অন্যদিকে ক্ষতিগ্রস্ত শিবা মুন্ডা জানান, ” গতকাল রাত সাড়ে দশটা নাগাদ একটি বিশাল হাতি সংশ্লিষ্ট এলাকায় ঢুকে তাণ্ডব চলায়। আমার ঘর ভেঙে তছনছ করে দেয় হাতির দল । সাবাড় করে দেয় সঞ্চিত থাকা ঘরের চাল আটা।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584