নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
করোনা আবহে ছবি মুক্তির ব্যাপারে ওটিটি প্ল্যাটফর্ম বেছে নেওয়া হলেও ছবির শুটিং তো আর হবে না ওটিটিতে। তার জন্য দরকার সঠিক লোকেশন। আর সেটাই হচ্ছে৷ শুরু হয়েছে সিনেমার শুটিং।
সূত্রের খবর অনুযায়ী, এস কে মুভিজ নিয়ে আসছে একটি নয়, পরপর তিনটি বাংলা ছবি। আর তিনটিরই শুটিং প্ল্যান লন্ডনে। তার মধ্যে একটি হল কমলেশ্বর মুখার্জির পরিচালনায় ‘অনুসন্ধান’।
এক বিদেশি নাটককে আশ্রয় করে এই ছবি। রয়েছে লন্ডনের কোর্টরুম ড্রামা। এখানে অভিনয় করতে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার, ঋদ্ধি সেন, পায়েল সরকারকে। বাকিদের নাম ঠিক হয়নি এখনও।
এস কে মুভিজের প্রযোজনায় আসছে এই ছবি। এর পাশাপাশি এই একই প্রযোজনা সংস্থার তরফে আসার কথা আরও দুটি ছবির। তার একটির পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় এবং অন্যটির রোহন ঘোষ এবং অরিত্র সেন।
প্রসঙ্গত, ৩১ অগাস্ট অবধি বিধিনিষেধ আরোপ করা আছে উড়ানের উপর। সুতরাং কবে ছবিগুলি শুটিঙের জন্য বিদেশে পাড়ি দেবে তা বলা যাচ্ছে না এখনই। এক্ষেত্রে এস কে মুভিজ ‘বন্দে ভারত’-এর মাধ্যমে লন্ডনে পাড়ি দেবে কিনা তা নিয়েও প্রশ্ন আছে।
আরও পড়ুনঃ পুজোর আগেই ওটিটি-তে ফেরত আসছে ফেলুদা
শোনা যাচ্ছে তিনটি ছবির কাস্টিং-এই প্রায় একই অভিনেতারা রয়েছেন। ফলে বিদেশে গিয়ে কাজ করাটা সুবিধাজনক বলে মনে করছে এস কে মুভিজ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584