নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
লাদাখ সীমান্তে চিনা সেনার সঙ্গে সংঘর্ষে জওয়ান মৃত্যুর ঘটনার প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল ফালাকাটাতেও। রীতিমতো রাস্তায় নেমে চিনের বিরুদ্ধে প্রতিবাদ জানাল ফালাকাটা ব্লক যুব কংগ্রেস। সেই সঙ্গে চিনা দ্রব্য বর্জনের ডাকও দিয়েছেন তারা।

শনিবার বিকেলে ফালাকাটা শহরে একটি মিছিল বের হয়।মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলটি ফালাকাটা ট্রাফিক মোড় এলাকায় পৌঁছোলে সেখানে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কুশপুতুল দাহ করা হয়।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর বিবৃতি নিয়ে রাহুল সমালোচনার প্রত্যুত্তরে কেন্দ্র জানাল ‘ভুল ব্যাখা’
চিনের বিরুদ্ধে বিক্ষোভ দেখান ফালাকাটা ব্লক যুব কংগ্রেসের সমর্থকেরা। লাদাখে ভারতীয় সেনা জওয়ানদের হত্যার বদলা ও চিনের তৈরি সমস্ত দ্রব্য বর্জনের ডাক দিয়েছেন তারা।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584