সুদীপ পাল,বর্ধমানঃ
রক্ত দিচ্ছেন শিব।আর একটু দূরে দাঁড়িয়ে রয়েছেন রাম, শিবের পাশেই শুয়ে সান্তাক্লজ, তিনিও রক্ত দেবেন। এমনই অদ্ভুত রক্তদানের ছবি ধরা পরল আসানসোলের মিঠানিতে।অভিনব এই রক্তদান শিবিরের আয়োজন করেছিল পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের এসসি-এসটি-ওবিসি সেল।কর্তৃপক্ষ বলছেন গ্রামবাসীদের রক্তদানের গুরুত্ব বোঝাতে এলাকার যুবকরা বহুরূপীর সাজে গ্রামবাসীদের বোঝালেন এবং নিজেরাও রক্তদান করলেন।এলাকার যুবকরা ছোট ছোট দলে ভাগ হয়ে নানান সাজে সজ্জিত হয়ে দরজায় দরজায় ঘুরে রক্তদানের পক্ষে মানুষকে সচেতন করেছেন আর তাতেই দেখা গেল বহু মানুষ এই রক্তদান শিবিরের স্বতঃস্ফূর্তভাবে এসে রক্তদান করলেন। কিন্তু হঠাৎ করে এই বহুরূপীর সাজ কেন? দলীয় নেতা চিন্তাহরণ চট্টোপাধ্যায় বলছেন, প্রথমে ঠিক হয়েছিল ব্লক তৃণমূল এর নেতৃত্বরাই গ্রামবাসীদের বোঝাবেন কিন্তু যখন এলাকার যুবকরা এগিয়ে এলেন তখনই এই ধরনের একটি প্রচার পরিকল্পনার কথা ভাবা হয়। তাছাড়া বহুরূপীরা আগে গ্রামে আসতেন।এখন লোকসংস্কৃতির এই ধারা ক্রমশই অবলুপ্ত হয়ে যাচ্ছে, সেখানে যুবকরা এই ধারাটিকে বাঁচিয়ে রাখতে চেয়েছে এবং রক্তের যে চাহিদা তা পূরণ করতেও এগিয়ে এসেছে। যাঁরা স্বেচ্ছায় রক্তদান করছেন তাঁরাও রীতিমতো অভিভূত এই ধরনের প্রচারে। শিব, সান্তাক্লজ অবশ্য বলছেন, শুধু প্রচার করলে হবে না, নিজেদেরকেও তা করে দেখাতে হবে তাই শিব বা রাম যখন প্রচার করছেন তখন হনুমান রক্ত দিচ্ছে।
জাতপাতের ভেদাভেদ উঠে গিয়ে এমন এক অদ্ভুত রক্তদান শিবিরের সাক্ষী থেকে সবাই আনন্দিত এবং ভবিষ্যতে এধরনের শিবিরের আয়োজন হবে বলে মনে করছেন গ্রামবাসীরা।
আরও পড়ুন: শেষদিনে উপছে পড়া ভিড় বিদ্যাসাগর মেলায়
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584