সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
গত কয়েকদিন আগে রাতের অন্ধকারে কে বা কারা হাসুয়া দিয়ে কলা গাছ ও পেঁপে গাছ কেটে দেন।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে জলঙ্গী থানার সাহেব রামপুর পাওয়ার হাউসের পাশের মোল্লার মাঠের ঘটনা।
![](https://newsfront.co/wp-content/uploads/2022/07/2022-07-26-2.jpg)
আরও পড়ুনঃ গোপীনাথপুর সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন
ক্ষতিগ্রস্থ কৃষক বকুল মালিথ্যা বলেন, “এলাকার মসজিদের জমি লিজ নিয়ে কলা চাষ কাজ করছি আর সেই জমি নেওয়ার পর থেকেই জমির ফসল নষ্ট করে দেয় কেউ। গত চারদিন আগে হঠাৎ রাতের অন্ধকারে আমার কলার বাগানের গাছ সহ পেঁপের গাছ কেটে দেয় কে বা কারা। তাই পুলিশ প্রশাসনের কাছে সঠিক তদন্ত করে ন্যায় বিচারের আবেদন করেছি।“ পাশের আরো অনেক কৃষক অভিযোগ করেন যে এই ভাবে আজ বকুলের গাছ কাটছে ,কাল অন্য কৃষকের জমির ফসল নষ্ট করবে। আর এটাই প্রথম নয় একাধিক বার এই রকম ঘটনা ঘটেছে মাঠে।পুলিশ প্রশাসনের কাছে তাঁরা আবেদন জানিয়েছেন যাতে অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584