সেচের জল পেয়ে খুশি চাষিরা

0
38

সুদীপ পাল, বর্ধমানঃ

জলের অভাব থাকায় নিয়ম করে প্রতিবছর বোরো চাষ হয় না পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলায়। কিন্তু এবারে ডিভিসির জল মেলায় বোরো চাষের এলাকা অনেকটাই বেড়েছে বলে মত চাষীদের। চাষীরা বলছেন, এবছর ঠিক সময়ে বৃষ্টিপাত না হওয়ার ফলে বর্ষার চাষ বিশেষ হয়নি।

paddy crop | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

তাই বোরো চাষের দিকে তাঁরা তাকিয়ে ছিলেন। সেচের জল মেলায় প্রায় সমস্ত জমিতে বোরো চাষ হচ্ছে বলে তাঁরা জানাচ্ছেন। গতবার ডিভিসির জল না মেলায় কাঁকসা ব্লকে বোরো চাষ হয়েছিল প্রায় ৬০০ হেক্টর জমিতে।

irrigation water | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

আরও পড়ুনঃ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে গ্রেফতার বর্তমান, প্রাক্তন ব্লক সভাপতি

কিন্তু এবছর মেলায় বোরো চাষ হচ্ছে প্রায় ২০০০ হেক্টর জমিতে। কাঁকসা ব্লকে মূলত বোরো চাষ করা হয়। পশ্চিম বর্ধমানের কাঁকসা ব্লকের চাষীরা তাই দিকে তাকিয়ে থাকেন সেচের জলের দিকে। আমলাজোড়া, ত্রিলোকচন্দ্রপুর সহ আশেপাশের গ্রামের ভরসা বোরো চাষ।

এলাকার বাসিন্দারা বলেন, তাঁদের প্রধান জীবিকা কৃষিকাজ। চাষী রামকৃষ্ণ মন্ডল বলেন, বর্ষার সময় ভালো চাষ হয়নি। বোরো জল দেওয়া খুবই সুবিধা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here