স্বপ্নের আলু চাষে উৎসাহী চাষিরা, হুড়োহুড়ি আলু বীজের বাজারে

0
246

নিজস্ব সংবাদদাতা ,পশ্চিম মেদিনীপুরঃ

চাষিদের স্বপ্নের চাষ আলু চাষ । সেই কথাকে মাথায় রেখে রাজ্যের বিভিন্ন জেলার চাষিদের মধ্যে আলু চাষের জন্য হুড়োহুড়ি পরে গিয়েছে।শীতের আবহাওয়া পড়তেই শুরু হয়ে গেছে আলু বীজ কেনার প্রস্তুতি । সেই মতো রাজ্যের আলু বীজ বিক্রির সবচেয়ে বড় মার্কেট হিসেবে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড চিহ্নিত । রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন চাষিরা এই সময়ে এসে আলু বীজ কিনে বাড়ি ফেরেন।

আলু বীজ কেনাবেচা ।নিজস্ব চিত্র

তবে এ বছর আলু ব্যবসায়ীদের বক্তব্য অনুযায়ী ,এ বছর তাদের লোকসান হচ্ছে বলে দাবি তাদের । যে টাকায় পাঞ্জাব থেকে আলু বীজ কিনে আনছেন,সেই অনুযায়ী লাভ রেখে বীজ বিক্রি করতে পারছেন না তারা । এই সময় প্রায় কয়েকশো কোটি টাকার আলু বীজ কেনাবেচা চলে ।তবে যাই হোক ব্যবসায়ীদের লোসকান হোক বা লাভ চাষিরা তাদের স্বপ্নের আলু লাগাবেন তা বলাই বাহুল্য।

আরও পড়ুনঃ ৩১ ফুট প্রতিমা,অসম-বাংলা সীমান্তে কালী পূজার বিশেষ আকর্ষণ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here