স্ট্যান্ড ঘিরে রেল ও টোটচালকদের দ্বন্দ্ব কর্মবিরতি

0
136

শ্যামল রায়,নবদ্বীপঃ
নবদ্বীপ ধাম রেল স্টেশন কাউন্টারের পেছনে রেলের জায়গায়  টোটো চালকরা গাড়ি রেখে যাত্রী তুলতেন। এই জায়গা রেল কর্তৃপক্ষ ঘিরে দেওয়ার কাজ শুরু করতে যায় শনিবার।
টোটো চালকদের অভিযোগ যে আমরা দীর্ঘ তিন বছর যাবৎ এই রেলের জায়গায় দাড়ি রেখে যাত্রীদের তুলি। হঠাৎ করে রেল কর্তৃপক্ষ ওই জায়গাটি ঘিরে ফেলতে চেয়ে কাজ শুরু করতে আসে এ দিন। আমরা দাবী করতে থাকি যে এই জায়গা ঘিরে ফেললে টোটো চালকরা কোথায় গাড়ি রেখে যাত্রীদের তুলবেন?
এই নিয়ে চরম বিবাদ সৃষ্টি হয় রেল কর্তৃপক্ষের সাথে অটোচালকদের।
এর প্রতিবাদে শনিবার টোটো চালকরা সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত কর্মবিরতির ডাক দেয়।
তৃণমূলের শ্রমিক সংগঠনের আওতাভুক্ত নবদ্দীপ  টোটো চালক তৃণমূল শ্রমিক ইউনিয়নের সদস্যরা দলবদ্ধভাবে কর্মবিরতিতে অংশগ্রহণ করে‌।
টোটো চালক তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা সমীর দেবনাথ জানিয়েছেন যে আমাদের এই টোটো স্ট্যান্ডে কমপক্ষে ৬০ জন টোটো চালক রয়েছেন।
এখানে টোটো স্ট্যান্ড করার মত সেরকম জায়গা না থাকার কারণে আমাদের এই রেলের জায়গাতেই টোটো রেখে যাত্রীদের তোলা নামা করতে হয়‌।
এই জায়গাটি ঘিরে ফেলা হলে আমাদের পক্ষে চরম সমস্যা তৈরি হবে। কেননা পাশ দিয়ে রয়েছে দোকান এবং মাঝ বরাবর নবদ্বীপ বাস এষ্টান থেকে কৃষ্ণনগর বর্ধমান যাবার প্রধান সড়ক। টেটু গুলো জায়গার অভাবে যদি রাস্তায় দাঁড়িয়ে থাকে তাহলে ব্যাপক যানজটের সৃষ্টি হবে। চরম সমস্যার সম্মুখীন হবেন যাত্রীসাধারণ। তাই এখন আমরা নিজেরাও ভেবে পাচ্ছিনা কোন জায়গায় তত রেখে যাত্রীদের পরিষেবা দেব। এই নিয়ে চরম বিতর্ক সৃষ্টি হয়েছে নবদ্বীপ ধাম রেলস্টেশন চালকদের সাথে রেল কর্তৃপক্ষের।
অথচ রেলের আই ডব্লিউ ডি আধিকারিক দেবব্রত বালা জানিয়েছেন যে টোটো চালকদের সাথে আমাদের শান্তিপূর্ণ সম্মতির ভিত্তিতে আলোচনা শেষ হয়েছে। টোটো চালকরা এই জায়গায় টোটো রাখবেন না বলেও আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আর বাদবাকি বিষয়টি টোটো চালকরা ঠিক করবেন তারা কোথা থেকে যাত্রী তুলবেন আর কোথায় টোটো রাখবেন এ বিষয়ে আমাদের কিছু করার নেই।
তাই ভিতরে ভিতরে অটোচালকদের সাথে রেল কর্তৃপক্ষের একটা ঠান্ডা লড়াই শুরু হয়ে লড়াই শুরু হয়ে গেল শনিবার থেকে।
অন্যদিকে নবদ্বীপ ধাম রেল স্টেশন মাস্টার এস এল সরকার  জানিয়েছেন যে আমরা টোটো চালকদেরকে জানিয়েছিলাম যে রেলস্টেশনের প্রধান গেটের ডানদিকে বড় জায়গা রয়েছে ওখানেই টোটো চালকরা টোটো রেখে যাত্রীদের নেওয়া আশা করতে পারেন। ওখানে যে রিকশা স্থান রয়েছে উভয়ই নিজেরা সম্মতির ভিত্তিতে যাত্রীদের যাতায়াত করানো আলোচনার মধ্যে দিয়ে সহজেই করতে পারতেন কিন্তু বিষয়টি নিয়ে এখনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি টোটো পরিচালকরা।
এছাড়া রেলস্টেশন সংলগ্ন কোথাও সে রকম বড় জায়গা নেই।
তবে স্থানীয় বাসিন্দারা এবং যাত্রীসাধারণ বলছেন যে নবদ্বীপ ধাম রেল স্টেশন চত্বর ঘেঁষে একাধিক টোটো সট‍্যানড গড়ে উঠেছে। এছাড়াও একটু এগিয়ে যে নেতাজি স্টেডিয়াম ঢোকার মুখে যে দুটো চালকদের ইউনিয়ন অফিস গুলো রয়েছে এখানে অনেকটা জায়গা রয়েছে টোটো চালকরা ওখানেও টোটো গাড়ি রেখে যাত্রীদের নিউ আসা  করতে পারেন বলেও অনেকে সহমত পোষণ করেছেন।
অন্যদিকে রেলস্টেশনের প্রধান গেটের পাশে যে রিকশা স্ট্যান্ড রয়েছে এখানে টোটো স্টান্ট করতে দেবেনা রেলপুলিশ। এই নিয়ে টোটো চালকদের সাথে ও ভেতরে ভেতরে একটা ঠাণ্ডা লড়াই শুরু হয়ে গেছে রেল পুলিশের সাথে‌।
তবে এখন টোটো চালকরা কোন জায়গায় গাড়ি রেখে যাত্রী তুলা নামানো করবেন এই নিয়েই উঠেছে নানান প্রশ্ন?
এর সমাধান না হলে যাত্রীদের ক্ষেত্র তৈরি হবে চরম সমস্যা পাশাপাশি দুটো চালকরাও একটা অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করবে বলে অভিযোগ তুলেছেন ।
শনিবার রেলের জায়গা থেকে উচ্ছেদ হলো টোটো চালকরা সেই সাথে টোটো চালকরা পালন করল কর্মবিরতি। এই দিয়ে একটা চরম বিবাদ তৈরি হয়েছে টোটো চালকদের সাথে নবদ্বীপ ধাম রেলস্টেশন কর্তৃপক্ষের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here