দূর্গানগর ফুটবল অ্যাকাডেমির উদ্যোগে নক আউট ফুটবল ম্যাচের ফাইনাল

0
244

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
গ্রামাঞ্চলে ফুটবলের প্রতি মনোযোগ বাড়াতে এবং পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড় গড়তে নক -আউন ফুটবল টুনার্মেন্টের আয়োজন করল গ্রামের প্রবীন নবীনরা।

final of knock out football match at durganagar
বিশ্বজিৎ প্রামানিক (অ্যাকাডেমি উদ্যোক্তা)। নিজস্ব চিত্র

কুল্পি ব্লকের দূর্গানগর ফুটবল অ্যাকাডেমির উদ্যোগে দূর্গানগর সবুজ সংঘের মাঠে দুদিন ব্যাপী খেলার আয়োজন করা হয়।আটটি টিমের নকআউট ফুটবল টুর্নামেন্টের কুল্পি বিধানসভার অগনিত মানুষ উপস্থিত ছিলেন।ফাইনাল ম্যাচে উদ্বোধন করেন কুল্পি ব্লকের যুব তৃনমূল সভাপতি তারকনাথ প্রামানিক ।

final of knock out football match at durganagar 2
তারকনাথ প্রামানিক (কুল্পি তৃনমূল যুবসভাপতি)। নিজস্ব চিত্র

দূর্গানগর ফুটবল অ্যাকাডেমির নকআউট টুর্নামেন্টে প্রথম পুরস্কার ছিল ২০ হাজার টাকা সঙ্গে সাড়ে তিনফুট ট্রফি।দ্বিতীয় পুরস্কার ১৫ হাজার টাকা সঙ্গে আড়াই ফুট ট্রফি।এছাড়া ছিল ম্যান অফ দা ম্যাচ ,টুর্নামেন্টের বেস্ট প্লেয়ার ,সর্বোচ্চ গোল দাতাদের পুরস্কার। ফাইনাল ম্যাচে অংশ গ্রহন করে কলারচক ক্রান্তিগড় স্পোটিং ক্লাব বনাম দেব কুমার দূর্গানগর একাদশ।টান টান উত্তেজনায় টাইব্রেকারে জেতে কলারচক ক্রান্তিগড় স্পোটিং ক্লাব।দুদিন ব্যাপী খেলায় কুল্পি গ্রাম পঞ্চায়েতের এই গ্রাম।দূর্গানগর গ্রাম ফুটবল নিয়ে উৎসব মুখর হয় এলাকাবাসী।ফুটবল অ্যাকাডেমির সদস্যদের বিনিপয়সায় কচিকাচাদের প্রশিক্ষনের মধ্যে দিয়ে এই প্রথম ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

final of knock out football match at durganagar 3
বিকাশ চন্দ্র প্রামানিক (উদ্যোক্তা)। নিজস্ব চিত্র

হুগলী নদীর বাঁধ ভাঙা নোনা জল আজও প্রবেশ করে এই গ্রামে।রাস্তাঘাট থেকে পানীয় জল ,বিদ্যুতায়ন থেকে সবুজায়ন সবটা ভরপুর হলেও গ্রামে আজও নেই প্রশিক্ষনের যোগ্য খেলার মাঠ।তাই প্রতিভাবন খেলোয়াড় থাকলেও মাঠ না থাকায় ফুটবল থেকে মুখ ফেরাতে শুরু করে প্রবীন নবীনরা। গুটি কয়েক নবীনদের নিয়ে শুরু হয় অ্যাকাডেমি।দূর্গানগরের পাশাপাশি পার্শবর্তী গ্রামে কচিকাচারা প্রশিক্ষন নিতে আসছে। গ্রামের এই অভিনব প্রয়াসে সাধুবাদ জানিয়েছেন অনেকে।

আরও পড়ুনঃ পশ্চিম মেদিনীপুরে সফরে মন্ত্রী, দেখলেন কৃষি খামার বিতরণ করলেন চেক

আগামী দিন ইস্ট বেঙ্গল মোহন বাগান টুর্নামেন্টে জুনিয়রদের নিয়ে খেলার পরিকল্পনা করছেন উদ্যোক্তারাএমন অভিনব প্রয়াসে দিকে দিকে সূর্ঘের মুখ দেখছে ফুটবল প্রেমীরা।

final of knock out football match at durganagar 4
দর্শকদের ভিড়। নিজস্ব চিত্র

ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পুরস্কার হাতে তুলে দেন কুল্পি ব্লকের তৃনমূল যুব সভাপতি তারকনাথ প্রামানিক।এছাড়া পুরস্কার তুলে দেন বিশ্বজিৎ প্রমানিক,বিকাশচন্দ্র প্রামানিকের মতো তরুন প্রজন্মের উদ্যোক্তারা।খেলা প্রাঙ্গনে খেলা দেখতে ভিড় জমান গ্রামের মহিলারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here