শ্রাদ্ধ অনুষ্ঠানের পর ২৬ হাজার মানুষ কোয়ারেন্টাইনে,নিমন্ত্রণকর্তার বিরুদ্ধে এফআইআর

0
251

ওয়েব ডেস্ক,নিউজফ্রন্ট:

মধ্যপ্রদেশের মরেনা জেলায় মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে ১৫০০ অতিথি আপ্যায়নকারী দুবাই ফেরত ব্যক্তির বিরুদ্ধে দায়ের হল  এফআইআর।

অভিযুক্ত ৪৫ বছর বয়সী সুরেশ দুবাইয়ের হোটেলে ওয়েটারের কাজ করতেন। সস্ত্রীক  ১৭ই মার্চ তিনি বাড়ি ফেরেন এবং ২০ই মার্চ সেই অনুষ্ঠানের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে প্রায় ১৫০০ মানুষ যোগদান করে খাওয়া-দাওয়া করেন।

আরও পড়ুন:শ্রাদ্ধ অনুষ্ঠানে দুই করোনা রুগীর সংস্পর্শে আক্রান্ত ১১

তারপরেই প্রকাশ্যে আসে যে ঐ ব্যক্তি সহ মোট ১২ জনের দেহে করোনা বাসা বেঁধেছে। তারপরে হইচই পড়ে যায়।মোরেনার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (SDM) আরএস বাঁকা সংবাদ মাধ্যমকে জানান ,”অনুষ্ঠানের পরেই ভাইরাস ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রসাশন ঐ ব্যক্তি এলাকার বাসিন্দা সেই ৪৭ নম্বর ওয়ার্ড সিল করে দেয়।”

গ্রাফিক্স চিত্র

অনুষ্ঠানের পরে সুরেশের দেহে করোনা উপসর্গ দেখা গেলে ২৫শে মার্চ তিনি হাসপাতালে যান। সস্ত্রীক তাদেরকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। বৃহস্পতিবার রিপোর্টে দেখা যায় তারা দুজনেই করোনা পজেটিভ। প্রথমে লুকালেও যখন করোনা পজিটিভ ধরা পড়ে তখন তারা শিকার করে যে তারা বিদেশ থেকে ফিরেছেন। তারপরই ঘনিষ্ঠ ২৩ জন আত্মীয়র করোনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে রিপোর্টে ১০ জনের করোনা পজিটিভের খবর পাওয়া যায়।

মরেনা’র চিফ মেডিক্যাল অফিসার ডঃ আরসি বান্ডিলের তথ্য অনুযায়ী কয়েকদিন আগে  পর্যন্ত জেলায় মোট ২৭৮৮১ মানুষ হোম কোয়ারেন্টাইনে আছেন। “ঐ অনুষ্ঠান অংশগ্রহণকারী বা তাদের সংস্পর্শে আসা ২৬ হাজার মানুষ ওই তালিকাভুক্ত” বলে তিনি জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here