নিজস্ব সংবাদদাতা,দাসপুরঃ
গতকালই সাড়ে তিন বিঘা জমির ধান উঠেছিল দাসপুর থানার নন্দনপুর-২ গ্রাম পঞ্চায়েতের রবিদাসপুরের কৃষক উদয় শঙ্কর দিণ্ডার খামারে। এবারে ফলনও ভালোই হয়েছিল।আজ সন্ধ্যেতে কৃষকের কষ্টের ফসল আগুনে পুড়ে ভস্মীভূত হলো। ধানভর্তি গোলা এভাবে পুড়ে ছাই হবে স্বপ্নেও ভাবেননি উদয় বাবু।
জানা যাচ্ছে আজ সন্ধ্যে সাড়ে সাটা নাগাদ পাড়ার ছেলেদের মারফৎ তিনি খবর পান,যে তাঁর ধান সহ সবকটি খড়ের গাদাই দাউ দাউ করে জ্বলছে।পাড়ার সবাই ছুটে যায় কিন্তু হাতাহাতি করে জল ঢালা শুরু করলেও শেষ রক্ষা হয়নি।উদয়শংকর বাবুর কষ্টের ফসল তখন পুড়ে ছাই। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। বিষয়টি দাসপুর পুলিসে জানানো হয়েছে। তবে ছেলে প্রদীপ দিণ্ডার দাবি কেউ বা কারা চুপিসারেই তাদের ধানার গাদায় আগুন ধরিয়ে দিয়েছে। কারণ সেখানে অন্যভাবে আগুন লাগার কোনো অবকাশই নেই। তিনি আরও জানান, কয়েকমাস আগেই রাস্তার ধারে সারিবেঁধে তারা নারকেল গাছ লাগিয়েছিলেন, কয়েকদিনের মধ্যেই সবকটি নারকেল গাছকে নষ্ট করে দেওয়া হয়।ঘটনা যাইহোক,এই অনভিপ্রেত দুর্ঘটনায় ভীষনভাবে ভেঙে পড়েছেন উদয়শংকর বাবু।
আরও পড়ুনঃ দাঁতনে বিজেপি কর্মী সমর্থকদের জাতীয় সড়ক অবরোধ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584