নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ রাউন্ড কার্তুজ সহ ৫০টি মদের বোতল উদ্ধার করল হাবিবপুর থানার পুলিশ ও বিএসএফ এর ৪৪ নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা।

গোপন সূত্রের খবর অনুযায়ী আইহো মাছ বাজার হাট সংলগ্ন একটি চায়ের দোকানে আজ দুপুরে হানা দেয় সেখান থেকে ২০ রাউন্ড কার্তুজ ও ১ স্কুটি ও তার ভিতরে প্রায় ৫০টি মদের বোতল উদ্ধার করে যা সম্পূর্ণ বেআইনি। যদিও অভিযুক্ত মালিককে এখনো ধরা যায়নি।
আরও পড়ুনঃ বিদ্যাধরী নদীর চরে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ
অভিযুক্ত দোকান মালিকের নাম দীপঙ্কর দাস। ঘটনার পর থেকে সে পলাতক। তার বাড়ি হাবিবপুর থানার গোলানি গঞ্জ এলাকায়। আজ হাবিবপুর থানার আইসি পূর্ণেন্দু মুখার্জি ও ৪৪ নম্বর ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট লক্ষিন্দর যাদব এই অভিযানে সামিল ছিলেন।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584