জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
সাধারণ মানুষ বিভিন্ন সময়ে হয়রানির শিকার হয়, কখনো আইনগত, কখনো বা রাজনৈতিক কারণে। সেই সমস্ত মানুষকে সঠিকভাবে সাহায্যের জন্য ‘ National Bureau of Social Investigation & Social Justice ‘ ( একটি মানবাধিকার সংগঠন) এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হলো বহরমপুরে।
শনিবার 29 জানুয়ারি দুপুর 12 টায় রাজামিঞা মোড়ের কুঞ্জ ছায়া প্রাঙ্গণ এই সাধারণ সভার আয়োজন করা হয়েছিল। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সংগঠনের সর্বভারতীয় চেয়ারপার্সন মাননীয় শ্রী বিভাস অধিকারী, কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপক সাহা রায় এবং মুর্শিদাবাদের এই সংগঠনের চেয়ারপার্সন মুস্তাক রশিদ ওরফে মোহনলাল রশিদ।
আরও পড়ুনঃ সপ্তম শ্রেণীর ছাত্র ফেরিওয়ালার খবর নিউজ ফ্রন্টে প্রকাশ হতেই হালিমের দায়িত্ব নিল স্কুল
এই সভায় মাননীয় বিভাস অধিকারী বলেন ” মানুষকে তার সঠিক অধিকার বোঝাতে ও তারা যাতে অধিকার পেতে পারে তার জন্য মুর্শিদাবাদ জেলার প্রথম পথ চলা শুরু “
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584