দূষণ কমে মিলতে পারে ইলিশ, বিধি মেনে প্রস্তুতি মৎস্যজীবীদের

0
134

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ

একদিকে করোনা অন্যদিকে আমপানের দাপটে বিধ্বস্ত সুন্দরবনবাসী। রায়দিঘী, পাথরপ্রতিমা, নামখানা, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, সাগর, ডায়মন্ডহারবার, ফলতা সহ দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় প্রায় কয়েক লক্ষ মৎস্যজীবীদের বাস।

Fishing boat | newsfront.co
নিজস্ব চিত্র

অবশ্য করোনার জেরে দীর্ঘদিন বন্ধ সমুদ্রে মাছ ধরার কাজ। এমনকি মাছের প্রজননের জন্য সরকারিভাবে গভীর সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা ছিল ১৪ ই এপ্রিল থেকে ১৪ ই জুন পর্যন্ত। আর এই মেয়াদ শেষ হয়েছে।

Ice cubes | newsfront.co
নিজস্ব চিত্র

সরকারি নির্দেশও ইতিমধ্যেই মিলেছে মৎস্যজীবীদের। সব বাধা কাটিয়ে ১৫ই জুন থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে পাড়ি দিচ্ছে প্রায় ৫ হাজার ট্রলার। অন্যদিকে করোনা আবহে নির্দিষ্ট নিয়ম বিধি মেনে চলার জন্য মৎস্যজীবীদের সতর্ক করেন ডায়মন্ডহারবার সহ মৎস্য অধিকর্তা (সামুদ্রিক) জয়ন্ত প্রধান।

Jayant Pradhan | newsfront.co
জয়ন্ত প্রধান। নিজস্ব চিত্র
Fisherman | newsfront.co
গদাধর মিত্র, মৎস্যজীবী। নিজস্ব চিত্র

তিনি বলেন প্রতিটি ট্রলারের মৎস্যজীবীরা যেমন সচেতনতা অবলম্বন করবে, তার পাশাপাশি মাছের বাজারগুলিতেও রাখা হবে কড়া নজরদারি। অবশ্য মৎস্য অধিকর্তার দাবি, এবছর ইলিশ প্রেমীদের জন্য হতে পারে খুশির খবর।

আরও পড়ুনঃ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ তৃণমূলের

Fishing technic | newsfront.co
নিজস্ব চিত্র
Fishing net | newsfront.co
মাছ ধরার প্রস্তুতি। নিজস্ব চিত্র

দীর্ঘদিন মাছ ধরা বন্ধ থাকায় এমনকি লকডাউনের জেরে সমুদ্র ও নদীতে যান চলাচল বন্ধ থাকায় অনেকটা দূষণ কমেছে। ফলেই মৎস্যজীবীদের জালে উঠতে পারে পর্যাপ্ত রুপালি ইলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here