নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
এবার করোনায় আক্রান্ত হলেন রায়গঞ্জ পুরসভার প্রাক্তন উপপুরপ্রধান। জেলা কংগ্রেস সূত্রে এই খবর জানা গিয়েছে। শারীরিক ভাবে সুস্থ রয়েছেন ওই কংগ্রেস নেতা। জেলায় ক্রমেই ভয়ঙ্কর আকার ধারণ করছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় রায়গঞ্জ পুর এলাকায় পাঁচজন করোনা পজিটিভ রোগীর সন্ধান মিলেছে।

আক্রান্ত সকলকেই চিকিৎসার জন্য কোভিড হাসপাতালে নিয়ে গিয়েছে স্বাস্থ্য দফতর। রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় রায়গঞ্জ পুর এলাকায় পাঁচ জন করোনা রোগীর সন্ধান মিলেছে।
পুরসভা ও স্বাস্থ্য দফতরের তৎপরতায় তাঁদের সকলকেই চিকিৎসার জন্য রায়গঞ্জ কোভিড হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ৪ নম্বর ওয়ার্ডে এক দম্পতি, ২০ নম্বর ওয়ার্ডে দুই ব্যক্তি ও ৭ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দার দেহে করোনা ভাইরাসের সন্ধান মিলেছে। বন্ধ রাখা হয়েছে রায়গঞ্জের মোহনবাটি বাজার।
আরও পড়ুনঃ দৌলতাবাদে নদী থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ
পরিস্থিতি বিবেচনা করে গোষ্ঠী সংক্রমণ রুখতে রায়গঞ্জে পুনরায় পূর্ণ লকডাউন কার্যকর করার পক্ষে সওয়াল করছেন নাগরিকদের একাংশ। মাস্ক না পড়ে কেউ রাস্তায় বেরোলে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার সুমিত কুমারও। তবে স্বাস্থ্য আধিকারিকদের বক্তব্য, করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584