শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
রাজ্যের হাসপাতালগুলিই যে করোনা সংক্রমণের আঁতুড়ঘর হয়ে উঠছে, তা দাবি করেছিলেন রাজ্যের চিকিৎসকদের একাংশই। এবার সংক্রমণ আরও বাড়ল কলকাতা মেডিক্যাল কলেজেও। ইতিমধ্যেই সেখানে আক্রান্ত হয়েছেন ৭ চিকিৎসক।
এবার গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫ চিকিৎসক এবং ৩ রোগীও। ফলে শুধু মেডিক্যাল কলেজেই করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ জনে। সব মিলিয়ে বিপর্যয়ের মুখে কলকাতা মেডিক্যাল কলেজের ইডেন বিল্ডিং-এর প্রসূতি বিভাগ, এমসিএইচ বিল্ডিং।
আরও পড়ুনঃ প্রথম দিনের র্যাপিড অ্যান্টিবডি টেস্টে ২ জনের রিপোর্ট পজিটিভ, জানাল স্বাস্থ্য দফতর
প্রসঙ্গত, ১০ দিন আগেই ইডেন ও এমসিএইচ বিল্ডিং বন্ধ করে দেওয়ার দাবি উঠেছিল। সেই সময় সন্তান জন্ম দেওয়ার পর এক প্রসূতির সংক্রমণের খবর মিলেছিল। তারপর এমসিএইচ বিল্ডিংয়ের ৩ তলায় মেডিসিন বিভাগের এক রোগীকে করোনা উপসর্গ সহ এসএসবি-তে স্থানান্তরিত করার পর তাঁর মৃত্যু হয়।রিপোর্টে জানা যায়, তিনি করোনা পজিটিভ ছিলেন।কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বন্ধ করে দেওয়ার দাবি মানতে চাননি বলে দাবি চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের।
তারপর থেকেই দফায় দফায় বিক্ষোভে সামিল হন নার্স, স্বাস্থ্যকর্মী ও জুনিয়র চিকিৎসকেরা। যথাযথ নিরাপত্তা, পিপিই, মাস্ক ও সোয়াব পরীক্ষার দাবিতে বিক্ষোভে সামিল হন চিকিৎসকরা। কিন্তু অভিযোগ, চিকিৎসকদের সেই দাবি মানা হয়নি। তার ফলাফল হল ১২ জন চিকিৎসক ও ৩ রোগীর শরীরে ভাইরাসের সংক্রমণ। প্রসঙ্গে অবশ্য কোনও মন্তব্য করতে চাননি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584