করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন দক্ষিণ দিনাজপুরের ৫ জন

0
39

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

করোনার আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কিন্তু এর মধ্যেও সুস্থ হয়ে বাড়ি ফিরলেন দক্ষিণ দিনাজপুর জেলার ৫ জন। এই জেলায় সাত করোনা আক্রান্তের মধ্যে এখন ৫ জনই সুস্থ। হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় তাদের ফুলের তোরা ও মিষ্টির প্যাকেট দিয়ে সংবর্ধনা জানান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে।

congrats | newsfront.co
নিজস্ব চিত্র

পাশাপাশি বাড়ি ফিরে হোম কোয়ারেন্টাইনে থাকার সময় নিজেরা যাতে স্যানিটাইজেশন করতে পারেন, তার জন্য একটি স্যানিটাইজেশন কিট তুলে দেওয়া হয়। ওই কিটের মধ্যে রয়েছে একটি স্যানিটাইজেশন বোতল ও সাবান, প্যারাসিটামল ট্যাবলেটের স্ট্রিপ। বাড়ি ফিরতে পেরে খুশি করোনা মুক্ত রোগীরা। তাদের মুখে একটাই কথা, ‘করোনাকে ভয় পাওয়ার কিছু নেই।আমরাই করব করোনাকে জয়।’

আরও পড়ুনঃ সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়িতে ইদ পালন

এদিকে সাতজনের মধ্যে পাচ জন বাড়ি ফিরে গেলেও বাকি দুই জনের চিকিৎসা চলছে বলে জানা গেছে।তারা সুস্থই রয়েছেন বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর। সুস্থদের মধ্যে দুইজনকে আজ বালুরঘাট কোভিড হাসপাতাল থেকে ছাড়া হয়। অন্য তিনজনকে রায়গঞ্জের কোভিড হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িতে ফেরত পাঠানোর ব্যবস্থ্যা করে জেলা স্বাস্থ্য দফতর।

আরও পড়ুনঃ পূর্বস্থলীতে কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী পালন

সুস্থ হওয়া ৪ জনের বাড়ি কুশুমন্ডি ব্লকে। বাকি একজনের বাড়ি কুমারগঞ্জ ব্লকে। এদের গত ১৬ তারিখ পজিটিভ ধরা পড়ার পর তড়িঘড়ি পাশের জেলার রায়গঞ্জে একটি বেসরকারি কোভিড হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে দেয় জেলা স্বাস্থ্য দফতর। সুস্থ হওয়া ৪ জন পরিযায়ী শ্রমিক।

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কুমারগঞ্জের দামোদরপুর এলাকার বাসিন্দা রকিবুল ইসলাম একজন ছাত্র। সে সম্প্রতি বর্ধমান থেকে বাড়ি ফিরে আসে। তার সোয়াব টেস্টের রিপোর্ট গত শুক্রবার পজিটিভ আসলে তাকে বালুরঘাট কোভিড হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে জেলা স্বাস্থ্য দফতর। তাকে হাসপাতালে রাখলেও তার পরিবারের লোকজনদের কোয়ারেন্টাইন সেন্টারে রাখে স্বাস্থ্য দফতর। এদের সবার দুবার করে টেস্ট করার পর রিপোর্ট নেগিটিভ আসায় তাদের আজ ছেড়ে দেওয়া হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here