হরষিত সিং, মালদহঃ
চাঁচোল মহকুমা আদালত থেকে মালদা জেল সংশোধনাগার আনার পথে প্রিজনভ্যান উল্টে আহত হলেন পাঁচ বিচারাধীন বন্দি।সোমবার দুপুরে মালদহের গাজোল থানার আদিনা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর ঘটনাটি ঘটেছে।আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয়।ঘটনায় এদিন তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।জানা গিয়েছে সোমবার মালদার চাঁচোল আদালত বেশ কিছু বন্দির আট দিনের জেল হেপাজতের নির্দেশ দেয়।
তাদের একটি প্রিজমভ্যানে করে পুলিশের মালদহ সংশোধনাগারে নিয়ে আসছিল।পথে গাজল থানার আদিনার কাছে একটি টোটো হঠাৎ প্রিজম ভ্যানের সামনে চলে আসে।টোটোটিকে বাঁচাতে গিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর উল্টে যায় প্রিজম ভ্যানটি। তড়িঘড়ি স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে মালদা মেডিকেলে পাঠায়।সেখান থেকে তিন জনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়।দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তারা চিকিৎধীন রয়েছে মেডিকেলে।পুলিশ সুত্রে জানা গিয়েছে আহতরা হলেন,পুলেন সিং(৪০)গেদারু সিং(৫০)মনিরুল শেখ(৫৫)সহ মোট পাঁচ জন।আহতদের প্রত্যেকের বাড়ি চাঁচল থানা এলাকায়।
আরও পড়ুনঃ নিতাই দাসের খুনীদের গ্রেফতারের দাবিতে পথে নামল তৃণমূল ছাত্র পরিষদ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584