উমার ফারুক,নিউজ ফ্রন্ট,হরিশ্চন্দ্রপুর,২৯সেপ্টেম্বর:
বন্যায় ক্ষতিগ্রস্ত আদিবাসী গ্রামের মানুষদের পুজোর আনন্দে সামিল করতে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়।গতকাল হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের সাদলিচক গ্রাম পঞ্চায়েতের দারিয়াপুর গ্রামের ৭০টি আদিবাসী পরিবার কে চাল, ডাল, আলু এছাড়াও ১০ জন বিধবা কে শাড়ি,বৃদ্ধদের ধুতি ও সকল শিশু কে নতুন পোষাক দেওয়া হয়।ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য রফিকুল আলম জানান-বিহার সীমান্ত লাগোয়া এই আদিবাসী গ্রাম টি বন্যায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়।বন্যায় ভয়াবহ ক্ষতিগ্রস্ত কাটামনির পরেরই এই গ্রামের স্থান।শারদ উৎসবে সকলের সঙ্গে এই আদিবাসী মানুষ গুলি যাতে কিছুটা আনন্দ করতে পারেন সেজন্য আমাদের দলের পক্ষে এই উদ্যোগ নেওয়া হয়।
ত্রাণ বিতরণ কার্যে উপস্থিত ছিলেন পার্টির জেলা কমিটির সদস্য আতাঊর রহমান,সাদলিচক শাখা সম্পাদক রেজাউল করিম, হরিশ্চন্দ্রপুর ২নং পঞ্চায়েত সমিতি র সদস্যা দুলালী মারডি প্রমুখ।
এলাকার বাসিন্দা মনোজ টুডু,দেবেন টুডু,দুলালী বাসকে, অনিতা টুডু প্রমুখ বন্যার্ত মানুষরা এই উদ্যোগ কে স্বাগত জানিয়ে বলেন-এবারের পুজোর আনন্দ বন্যার ভয়াবহতার কাছে ম্লান হয়েগেছে।পুজোর মুহুর্তে ত্রাণ পেয়ে আমরা খুবই আনন্দিত।বন্যায় বই নষ্ট হয়ে যাওয়ায় মাধ্যমিক ছাত্র কাবাতুল্লাহ কে এবং উচ্চ মাধ্যমিক ছাত্রী সিমন টুডু কে শ্রেণির সমস্ত বই এদিন তুলে দেওয়া হয়।এছাড়াও সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের ডহরা,চকসনাতন সহ অন্যান্য গ্রামেও আজ ফরওয়ার্ড ব্লকের উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584