কোচবিহার এনএন পার্কে ফুলমেলা ২০২০-র সূচনা

0
92

মনিরুল হক, কোচবিহারঃ

সবুজ বাংলায় সবুজ হাসি দেখতে সবাই ভালোবাসি- এই স্লোগানকে সামনে রেখে দুই দিনব্যাপী ফুল মেলার আয়োজন হল কোচবিহারে।

flower show 2020 | newsfront.co
নিজস্ব চিত্র

রাজ্যের বনদফতরের উদ্যান ও কানন শাখার উদ্যোগে কোচবিহার এনএন পার্কে শুরু হল ৩৮ তম বর্ষ ফুলমেলা ২০২০। ফুলমেলার অঙ্গনে ফুল, ফল, সব্জী ও ভেষজ, উদ্ভিদের প্রতিযোগিতা মূলক প্রদর্শনীর আয়োজন করা হয় এখানে।

flower show 2020 | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ শিক্ষামূলক ভ্রমণে সরকারি দফতর ঘুরে দেখলো বানেশ্বর খাপসা স্কুলের পড়ুয়ারা

শুক্রবার এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, অনগ্রসর কল্যান দফতরের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মণ প্রমুখ।

বন দফতর সূত্রে জানা যায়, এই বছর ফুলমেলায় ৫০ জন প্রতিযোগীর ৭২২টি টব স্থান পেয়েছে। এদিন ফুলমেলা উপলক্ষ্যে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে এনএন পার্কে একটি উন্মুক্ত শরীরচর্চা কেন্দ্র ও ক্ষেত্রাধিকারিকের করণ এবং মা ও শিশুদের জন্য বিশ্রামাগার ও একটি বিশ্রামাগারের পুর্ণ নির্মাণের শিলান্যাস হয়। এদিন ফুল, ফল, সব্জি প্রদর্শনী দেখতে বহু মানুষ ভিড় করে এনএন পার্কে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here