সুদীপ পাল, বর্ধমানঃ
প্রায় চারশো বছরের প্রাচীন পুজো বর্ধমানের ইদিলপুরের ঘোষ পরিবারের দুর্গাপুজো। পুজোর বিশেষত্ব বলি প্রথা। বলি হয় মোষ, ভেড়া আর ছাগল। দেবী দুর্গার পুজোর প্রচলন হয়েছিল ঘোষ পরিবারে দেবীর স্বপ্নাদেশ পেয়েই। মোষ বলির আগে ভেড়ার সঙ্গে ঘটা করে মোষের বিয়ে দেওয়া হয়। আর তারপরেই মোষ ও ভেড়ার উভয়েরই বলি দেওয়া হয়। বলিপ্রথা যখন উঠে যাচ্ছে তখন এই ঘোষ পরিবারে কেন আজো বলি প্রথা চালু রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।
পরিবারের সদস্যরা বলেন, বলিপ্রথা বন্ধের কথা ভাবা হয়েছিল কিন্তু পুজোর আগের রাত্রে দেবী স্বপ্ন দেন যে এখনো তার জন্য কেন মোষ কেনা হয়নি। এরপর থেকে পরিবারের সদস্যরা বলি বন্ধ করার সাহস পাননি। শুধু বলি প্রথা নয় দেবীকে নিয়ে ছড়িয়ে রয়েছে অজস্র লোককাহিনী। যেমন পুজোর আগে একবার দেখা যায় দেবীকে পোষাক পরিচ্ছদ পড়ানোর সময় তার ডান হাতের বুড়ো আঙুল ভেঙ্গে গিয়েছে। ঘোষপরিবারের সদস্য শ্যামচাঁদ ঘোষ ছিলেন জেনারেল ফিজিসিয়ান। তিনি রাতে দেবীকে স্বপ্ন দেখেছিলেন। তা দেখে দেবীর আঙুলে ব্যাণ্ডেজ করে দিয়েছিলেন। প্রাচীন রীতি মেনে বাঁকুড়ার ইন্দাসের শাসপুরের কুশমুড়ি গ্রাম থেকে ৮ জন ঢাকি আনা হয়। প্রাচীন এই পুজোকে ঘিরে যে রহস্যময়তা রয়েছে তার সাথে ঘোষ পরিবারের ভক্তি, এলাকার মানুষের বিশেষ আকর্ষনের হয়ে ওঠে।
আরও পড়ুনঃ প্রথা মেনে বিগত দুশো বছর ধরে চলে আসছে মাতৃ আরাধনা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584