কম রেশনদ্রব্য দেওয়ার অভিযোগে ডিলারকে শোকজ খাদ্য কর্মাধ্যক্ষের

0
81

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

বেশ কিছুদিন ধরে পূর্ব মেদিনীপুর জেলার পাতন্দার মনষা পুকুর বাজার এলাকায় এক রেশন ডিলারের বিরুদ্ধে কম রেশন দ্রব্য সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে এমনই অভিযোগ আসে, এর ঠিক পরে পূর্ব মেদিনীপুর জেলার পাতন্দার মনষা পুকুর বাজারে জেলার খাদ্য কর্মাধ্যক্ষ সীরাজ খাঁন রেশন ডিলার বংশীবাদন বেরার রেশন দোকানে পরিদর্শনে যান এবং রেশন ডিলারকে হাতেনাতে পাকড়াও করেন।

food department show cause | newsfront.co
পরিদর্শন। নিজস্ব চিত্রপরিদর্শন। নিজস্ব চিত্র

গ্রামের মানুষের অভিযোগ বহুদিন ধরে ঐ ডিলার মাথাপিছু ৩ কিলো গম দেওয়ার বদলে ২ কিলো ৫০ গ্রাম গম দেন শুধু তাই নয় সঠিক সময়ে রেশন দেন না এবং রেশন দোকানে সরকারী মেশিন ব্যবহার করে না এমন ভুরি ভুরি অভিযোগ করেন রেশন দোকানে আসা গ্রাহকেরা।

আরও পড়ুনঃ অষ্টম শিল্প বানিজ্য মেলা মেদিনীপুর শহরে

এমনকি খাদ্য কর্মাধ্যক্ষ ডিলারকে সেলের খাতা দেখতে বললেও ডিলার দেখাতে পারেনি তাই খাদ্য কর্মাধ্যক্ষ গ্রামের মানুষের অভিযোগ শুনে ফুড ইন্সপেক্টরকে ফোন করে ঐ ডিলারকে শোকজ করেন। আর জেলা খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খানের এইরকম পরিদর্শন খুব খুশি এলাকার মানুষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here