রিচা দত্ত, মুর্শিদাবাদঃ
গত ২ নভেম্বর থেকে ইসলামপুর বেবি ফুটবল লিগ, স্বর্গীয় স্বর্ণলতা টিকাদার মেমোরিয়াল ট্রফি (দ্বিতীয় বর্ষ) শুরু হয়েছে ইসলামপুর চক মহামায়া ক্লাব মাঠে। , চলবে ২৯ ফেব্রুয়ারি, ২০২০ পর্যন্ত। লিগ অপারেটর আমিনুল ইসলাম যিনি টেঁকারাইপুর হাই স্কুলের সহ শিক্ষক।
লিগের উদ্বোধন করলেন রাণীনগর ১ ব্লকের বিডিও মাননীয় মোঃ ইকবাল। উপস্থিত ছিলেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক-সহ মাননীয় বিদ্যুৎ টিকাদার (সুপারিনটেনডেন্ট অফ কাস্টমস, বীরভূম)।
এই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন গোল্ডেন বেবি লিগ ৬-১২ বছর বয়সের প্রতিযোগীদের নিয়ে প্রত্যেক বয়সের(১০ বছর বাদে) ৯ টি করে দল এবং ১০ বছর বয়সের ১০ টি করে দল নিয়ে মোট ৬৪ টি দল গঠন করেছে।
জানা গেছে, কেবল মাত্র শনিবার ও ছুটির দিনগুলিতে এই খেলা অনুষ্ঠিত হবে। মোট ৭৮৩ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ব্লকের বিভিন্ন মাঠে খেলার আয়োজন হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড় ও মায়েদের উৎসাহ অপরিসীম।
জানা গেছে, এক দিনে একটি দল দুটি করে ম্যাচ খেলছে। একটি ম্যাচের সময় এআইএফএফ-এর গাইড লাইন মেনে খেলা হচ্ছে। প্রতিদিন খেলার শেষে প্রতিটি দল থেকে একটি করে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হচ্ছে। পুরষ্কার হিসাবে থাকছে একটি করে জাম গাছের চারা ও ট্রফি। গাছের চারা গুলি দিয়েছেন ফরেস্ট রেঞ্জ অফিসার আব্দুল মাসুদ।
আরও পড়ুনঃচলন্ত লরি থেকে উধাও মালপত্র
কেবল মাত্র মাঠপ্রেমী মানুষ নিয়ে কমিটি (ইসলামপুর গ্রাসরুট লেভেল ফুটবল এন্ড এনভায়রনমেন্ট ওয়েলফেয়ার সোসাইটি) এই খেলা পরিচালনা করছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584