মনিরুল হক, কোচবিহারঃ
বকেয়া মহার্ঘ্য ভাতা সহ চার দফা দাবিতে ডেপুটেশন দিল পশিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতি।আজ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতির জেলা শাখার পক্ষ থেকে কোচবিহারের জেলা শাসকের কাছে এই ডেপুটেশন দেওয়া হয়। সমিতির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আজ প্রতিটি জেলায় জমায়েত কর্মসূচীর ডাক দেওয়া হয়েছে।
কোচবিহারেও এদিন রাজ্য সরকারি পেনশনার্স সমিতির সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিন এই সমাবেশে থেকে চার দফা দাবি প্রস্তাব গৃহীত হয়।সেই চার দফা দাবিতে জেলা শাসককে ডেপুটেশন দেওয়া হয়। ৪৯ শতাংশ বকেয়া মহার্ঘ্য ভাতা, ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ দ্রুত কার্যকর করা সহ মোট চার দফা দাবি এদিন জানানো হয় সমিতির পক্ষ থেকে।
পশিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতির জেলা সম্পাদক ব্রজ কিশোর ঘোষ, “আজকে চার দফা দাবিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হল। আমাদের ৪৯ শতাংশ বকেয়া মহার্ঘ্য ভাতা প্রদান ও ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ দ্রুত কার্যকর করতে হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584