নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
প্রথমবার রাষ্ট্রসংঘের মঞ্চে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী শুক্রবার রাষ্ট্রসংঘে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলে ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেবেন মোদী। উল্লেখ্য, গত মাসে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয় ভারত। তারপর এই প্রথমবার রাষ্ট্রসংঘের মঞ্চে ভাষণ দেবেন নমো।
সূত্র মারফত জানা যাচ্ছে যে, নরেন্দ্র মোদীর বক্তব্যের সময় যোগ দেবেন নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সলবার্গ। ওই অনুষ্ঠানে বক্তব্য পেশ করবেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তেনিও গুতারেসও।
আরও পড়ুনঃ জিএসটি বসায় মূল্যবৃদ্ধি হচ্ছে আলকোহল ভিত্তিক স্যানিটাইজারের
এর আগে, রাষ্ট্রসংঘে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের ৭০ তম বর্ষপূর্তিতে ২০১৬ সালের জানুয়ারি মাসে ভার্চুয়ালি ভাষণ দিয়েছিলেন নরেন্দ্র মোদী। করোনা পরবর্তী সময়ে কেমন হবে রাষ্ট্রসংঘ, ৭৫ তম বর্ষপূর্তিতে সে নিয়েই এবারের আলোচনার থিম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584