কাজে ঢিলেমির অভিযোগে একদিনে ১৯ জন রেল কর্মীকে বাধ্যতামূলক অবসর

0
95

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

কাজে ঢিলেমি-র অভিযোগে কেন্দ্রীয় সিভিল সার্ভিস আইনের ৫৬(জে) ধারা প্রয়োগ করে ১৯ জন আধিকারিককে বাধ্যতামূলক অবসরে পাঠালো ভারতীয় রেলওয়ে তাও একদিনে। এক দিনে একসঙ্গে এতজন সরকারি আধিকারিককে বাধ্যতামূলক অবসরে পাঠানোর ঘটনা সম্ভবত এই প্রথমবার ঘটলো। অবসর নিতে বলা আধিকারিকদের  মধ্যে দশজনই জয়েন্ট সেক্রেটারি পদের সমকক্ষ।

indian rail
ছবিঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে রেলে কাজের চাপ অত্যন্ত বেড়ে যাওয়ায় তার সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না অনেকেই। প্রচণ্ড চাপের কারণে ইতিমধ্যেই বেশ কিছু রেল আধিকারিক ভিআরএসের আবেদনও করেছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ বাংলা আকাদেমির ‘বিশেষ পুরষ্কার’ তর্জা তুঙ্গে, বুদ্ধিজীবীদের প্রতিবাদ সিদ্ধান্তের বিরুদ্ধে

যে ১৯ জন আধিকারিককে বাধ্যতামূলক অবসর নিতে বলা হয়েছে, তাঁদের মধ্যে ইলেকট্রিক্যাল এবং সিগনালিং বিভাগ থেকে রয়েছেন চারজন। এছাড়াও মেডিক্যাল-সহ অন্যান্য বিভাগ থেকেও অফিসারদের ছাঁটাই করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here