নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির সেবক রোড এলাকায় অভিযান চালায় কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। এরপর সেখান চারজনকে আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে বিদেশী সামগ্রী।
ধৃতদের নাম ধৃতদের নাম সাগর ছেত্রী,অরুন তামাং,গোপাল খাবাস ও মহেশ শর্মা।
কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গিয়েছে যে, ধৃতদের কাছ থেকে বিদেশী জুতো,জ্যাকেট সহ বেশ কিছু জিনিস উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া জিনিসের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকার বেশি।
এর পাশাপাশি আরও জানা গিয়েছে যে, উদ্ধার হওয়া সামগ্রী গুলি চীন থেকে ভারতের নাথুলা বর্ডার হয়ে শিলিগুড়িতে এসেছে। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। ধৃতদের এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584