শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
নেতাজীর নাম বদলে কলকাতা বন্দরের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রাখার প্রতিবাদে প্রধানমন্ত্রী মোদীর কুশপুতুল দাহ করল ফরওয়ার্ড ব্লক। আজ বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনের সামনে দক্ষিণ দিনাজপুর জেলা ফরওয়ার্ড ব্লকের তরফে সারা রাজ্যের পাশাপাশি প্রধানমন্ত্রীর এই ঘোষণার প্রতিবাদে তার কুশপুতুল দাহ করা হয়।
জেলা ফরওয়ার্ড নেতৃত্বের অভিযোগ, তারা নেতাজীর স্মৃতি বিজড়িত এই কলকাতা ডকের নাম পরিবর্তন করে শ্যামাপ্রসাদ মুখার্জীর নামকরন করার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। রাজ্য কমিটির পক্ষ থেকে পোর্ট্ট্রাস্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় সরকারকেও এই নাম ঘোষণা অবিলম্বে বাতিল করার চিঠি দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ৩ মাসের বিদ্যুৎ বিল মকুবের দাবিতে আন্দোলনে বিজেপি
কিন্তু আজ পর্যন্ত এ ব্যাপারে কেন্দ্র কোন পদক্ষেপ না নেওয়ায় প্রতিবাদে তারা আজ পথে নেমে প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করার কর্মসুচি পালন করছেন। প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে কলকাতা সার্ধশতবর্ষ উদ্যাপনের মঞ্চ থেকেই কলকাতা বন্দরের নতুন নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এত দিন বন্দরটি নেতাজী সুভাষ চন্দ্র বসু বন্দর ছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584