ভোটপূর্ব প্রতিশ্রুতি রক্ষা না করে কিসের সংকল্প যাত্রা, প্রশ্ন কালিয়াগঞ্জে

0
88

তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ

উত্তর দিনাজপুর জেলার মানুষদের জন্য কলকাতা গামী সকালের ট্রেন দেবার প্রতিশ্রুতি দিয়েও কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী দেবশ্রী চৌধুরী আজ কয়েক মাস অতিবাহিত হবার পরও তার প্রতিশ্রুতি পূরণে সম্পূর্ন ব্যর্থ। জেলার মানুষ তার কাজ কর্মে প্রচন্ড ক্ষুব্ধ বলে জানা যায়।

Gandhi determination rally at Kaliaganj | newsfront.co
সংকল্প যাত্রায় দেবশ্রী। নিজস্ব চিত্র

জেলার সাধারণ মানুষদের বক্তব্য অনেক আশা ভরসা নিয়ে আমরা দেবশ্রী দেবীকে দুহাত ভরে কালিয়াগঞ্জের মানুষ ভোট দিয়ে জয়ী করে ছিলাম। আশা ছিল তিনি যে ভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটের পূর্বে তাতে মনে হয়েছিল তিনি আমাদের সমস্যার সমাধান করবেন। কিন্তু কয়েক মাস পেরিয়ে যাবার পরেও তিনি ট্রেন চালু করবার ব্যাপারে রেল মন্ত্রীকে একটি চিঠি দিয়েই তার দায়িত্ব শেষ করে দিয়েছেন। আমরা এই জিনিস দেখতে চাইনি। পূর্বের সাংসদ মোহাঃ সেলিম ও রেলমন্ত্রীকে কয়েকবার চিঠি দিয়ে ট্রেন চালু করবার চেষ্টা করেছিলেন। কিন্তু পারেন নি। তাহলে মোহাঃ সেলিমের সাথে একজন কেন্দ্রীয় মন্ত্রীর পার্থক্য কি থাকলো? কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকল্পের কাজ কোথায় শুরু হল? সাধারণ মানুষ এইসব কাজের জন্য দেবশ্রী চৌধুরিকে দুহাত ভরে ভোট দিয়ে জিতিয়ে এনেছিল।

Gandhi determination rally at Kaliaganj | newsfront.co
নিজস্ব চিত্র

কিন্তু কাজের কাজ কোন কিছু না করে তিনি গান্ধী সংকল্প যাত্রা করছেন যা কিনা সাধারণ মানুষের কোন কাজেই লাগবেনা। কালিয়াগঞ্জ শহরের বুদ্ধিজীবী শ্যামল ব্যানার্জী সহ বেশ কয়েকজন বলেন হাজার গান্ধী সংকল্প যাত্রা করেও আগামী উপনির্বাচনে বিজেপি সাধারণ মানুষের মধ্যে আর কোন প্রভাব বিস্তার করতে পারবেনা। কারন সাধারণ মানুষ বুঝে গিয়েছেন এই কয়েক মাসেই বিজেপি সাধারণ মানুষের সমস্যার দিকে দৃষ্টি না দিয়ে শুধু নিজেদের প্রভাব বিস্তার করার দিকেই জোর দিয়েছে যা সাধারণ মানুষের বিজেপির প্ৰতি মোহ ভঙ্গের যথেষ্টই। আগামী উপ নির্বাচনের আগে যদি কেন্দ্রীয় মন্ত্রী রাধিকাপুর-কলকাতা সকালের ট্রেন চালু করবার কোন ব্যবস্থা না করতে পারেন তাহলে বিজেপি যা ভাবছে সেই লক্ষে পৌঁছানো কোন যাদু মন্ত্রেও কাজ হবেনা বলে তিনি মনে করেন। কালিয়াগঞ্জের সাধারণ মনে করে তারা আর প্রতিশ্রুতির ফাঁদে পা দেবেন না।সাধারণ মানুষের সমস্যার সমাধান না হলে তারা বিকল্প পথ বেছে নেবেন।

আরও পড়ুনঃ ভিড় নেই ডুয়ার্সে, পর্যটনে মন্দা

প্রকাশ,বৃহস্পতিবার কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী কালিয়াগঞ্জের ফতেপুরে এক অনুষ্ঠানে গান্ধী মূর্তিতে মাল্যদান করার পর পদযাত্রায় অংশগ্রহণ করেন। জানা যায় আগামী ২৫ শে অক্টোবর পর্যন্ত রায়গঞ্জ লোকসভার, অন্তর্গত সাতটি বিধানসভার ১৫০কিমি পদ যাত্রা করবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি নির্মল দাম সহ বিজেপির উত্তর দিনাজপুর জেলার বিশিষ্ট নেতৃত্বগন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here