দাঁইহাট পৌর এলাকায় পানীয় জল সমস্যার সুরাহা করতে গঙ্গা অ্যাকশন প্ল্যান

0
82

শ্যামল রায়,কাটোয়াঃ
রাজ্যের সবথেকে প্রাচীনতম পৌরসভা হলো কাটোয়া মহকুমার দাঁইহাট পৌরসভা। এই পৌরসভায় এলাকায় নানান ধরনের সমস্যায় জর্জরিত পৌরবাসী।এর মধ্যে প্রধানতম তো সমস্যা হচ্ছে পানীয় জলের।দীর্ঘদিন ধরে কংগ্রেস তারপর সিপিএম বর্তমানে তৃণমূল পরিচালিত পৌরসভায় পৌরবাসী দের দাবি পানীয় জল সমস্যা নিয়ে তৎপর হোক পৌর কর্তৃপক্ষ।মঙ্গলবার দাঁইহাট পৌরসভার চেয়ারম্যান শিশির মন্ডল জানিয়েছেন যে শহরের বাসিন্দাদের জন্য পানীয় জলের সমস্যা মিটাতে ইতিমধ্যেই একটি গঙ্গা অ্যাকশন প্ল্যান প্রকল্পে ৬০কোটি টাকা খরচ করে জল প্রকল্প গড়ে তোলা হবে বলে উদ্যোগ নেয়া হয়েছে। ইতিমধ্যে এই প্রকল্পটি বাস্তবায়িত করতে মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একটি প্রতিনিধিদল দাঁইহাট শহর পরিদর্শন করে গিয়েছেন।তিনি আরো জানিয়েছেন যে ভাগীরথী নদী থেকে জল তুলে বিশেষ প্রক্রিয়ায় শোধন করার পর শহরবাসীর বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হবে পরিস্রুত পানীয় জল।মাথাপিছু ১৩৫ লিটার জল দেওয়া হবে। শহরের চার প্রান্তে ৫ লক্ষ লিটার জল ধারণ ক্ষমতা সম্পূর্ণ রিজার্ভার বসানো হবে।পৌরসভা ও স্থানীয় সূত্রে আরো জানা গিয়েছে যে রাজ্যের সব থেকে প্রাচীন শহর দাঁইহাট দীর্ঘদিন ধরে পৌরসভার জল নিয়ে বিস্তর অভিযোগ তুলেছিলেন ওয়ার্ডবাসী।
তাই ওয়ার্ডবাসীর দাবিমতো পৌর এলাকায় পানীয় জলের সমস্যা মেটানোর প্রতিশ্রুতি বাস্তবায়িত করছে তৃণমূল পরিচালিত পৌর বোর্ড।

তৃণমূল পরিচালিত পৌর বোর্ডের চেয়ারম্যান শিশির মন্ডল আরও জানিয়েছেন যে তারা ক্ষমতায় এসেই পানীয় জলের সমস্যা মিটাতে তৎপর হয়েছেন।
আরো জানা গিয়েছে যে শহরের পাইপ লাইন বহু পুরনো হওয়ায় ক্যাপ কলের জল বেশিরভাগ সময় নোংরা বের হয় এবং জল সরু সুতোর মতো পড়ে এ নিউ বাসিন্দাদের প্রশ্ন রয়েছে তাই নতুন প্রকল্প পরিকল্পনা টা বাস্তবায়িত হলে সমস্যা মিটে যাবে এবং ওয়ার্ডবাসী পরিস্রুত পানীয় জল পাবেন।এছাড়াও শহর জুড়ে যে পুরনো পাইপ লাইন রয়েছে সরিয়ে নতুন পাইপ লাইন বসানো হবে।পরিস্রুত পানীয় জল প্রকল্পের কথা জানতে পারে পৌর এলাকার বাসিন্দাদের মধ্যে প্রফুল্লতা লক্ষ্যণীয়।

আরও পড়ুনঃ কুসংস্কারমুক্ত গ্রাম গড়তে বাউল গানের দাওয়াই

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here