স্বনামধন্যদের সম্মানিত করবে ‘গর্বের বাঙালি ২০২১’

0
239

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

পশ্চিমবঙ্গ থেকে বহু প্রতিভার বিকাশ ঘটেছে। এই রাজ্য সংগীত, ক্রীড়া, চিত্রকলা, সাহিত্য, চলচ্চিত্র, শিক্ষা, বিজ্ঞান এবং ব্যবসায় বহু স্বনামধন্য ব্যক্তিত্বের জন্ম দিয়েছে, যাঁরা এই রাজ্যকে তাঁদের কৃতিত্বের জন্যে গর্বিত করেছেন। এখন বাস্তবিকই সময় এসেছে তাঁদের অবদান উদযাপনের।

dana samman2021 | newsfront.co

singers and actress | newsfront.co

আর এই কারণেই ‘নিউক্লিয়াস পাবলিকেশন’-এর তরফে দীপ চক্রবর্তী জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে স্ব অবদানের জন্যে স্বনামধন্য বাঙালিদের সম্মানজ্ঞাপন করতে চলেছেন ‘গর্বের বাঙালি ২০২১’-এই মহান উদ্যোগের মাধ্যমে।স্বনামধন্য সেই সব বাঙালির তালিকায় রয়েছেন সঙ্গীত শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী, আরতি মুখোপাধ্যায়, শান , অন্বেষা, নচিকেতা।

garber bangali | newsfront.co

singer | newsfront.co

চিত্র পরিচালক কৌশিক গাঙ্গুলি, গৌতম ঘোষ। লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। শিল্পী সুব্রত চৌধুরী, কবি ও গীতিকার শ্রীজাত ও নৃত্যেশিল্পী ডোনা গাঙ্গুলি।দীপ চক্রবর্তীর কথায়- “আমরা চাই সেইসব বাঙালিদের চিহ্নিত ও সম্মানিত করতে, যাঁদের সমাজে অবদান রয়েছে।”

actress | newsfront.co

koyel mallick | newsfront.co

প্রসঙ্গত, দীপ চক্রবর্তী মাসিক বাংলা পত্রিকা ‘ডানা’-র সম্পাদক। তিনি জানান,এই বছর ১৫ এপ্রিল, বাংলা বর্ষপঞ্জির প্রথম দিন পয়লা বৈশাখে গর্বের বাঙালি পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে কলকাতার আইটিসি রয়্যাল বেঙ্গলে।এর আগে ৩ এপ্রিল ‘গর্বের বাঙালি ২০২১’ পুরস্কার অনুষ্ঠান নিয়ে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সম্প্রতি।

আরও পড়ুনঃ অনিন্দ্যর হাতে হাত রেখে ফিরছে বেলা বোস

হাজির ছিলেন মূল উদ্যোক্তা দীপ চক্রবর্তী, সংগীত শিল্পী নচিকেতা চক্রবর্তী, অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, অভিনেত্রী কোয়েল মল্লিক ও সংগীত শিল্পী অন্বেষা।কলকাতা থেকে প্রকাশিত বাংলা মাসিক পত্রিকা ‘ডানা’-র বিশেষ বৈশাখী সংখ্যা এবং স্বনামধন্য বাঙালি ব্যক্তিত্বদের সম্মানিত করা হবে ‘গর্বের বাঙালি ২০২১’ অনুষ্ঠানে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here